WB Live News Updates: গ্রুপ সির চাকরিহারাদের তালিকায় তৃণমূল বিধায়ক-পুত্র, ভাই থেকে প্রাক্তন কাউন্সিলর!
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কুন্তলের পর শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির আরও এক যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গ্রেফতার। বয়ানে অসঙ্গতি থাকার অভিযোগ।
বাড়িতে কেন অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র? ৭ দফায় জেরার মুখেও শান্তনুর সদুত্তর না পাওয়ার দাবি ইডির। উঠল স্কুলে
চাকরি বিক্রির রেট ঠিক করে দেওয়ার অভিযোগ।
শান্তনুর গ্রেফতারির পরেই বলাগড়ে বিজেপির উল্লাস। প্রভাবশালী নেতা, মানলেন তৃণমূলেরই বিধায়ক।
স্কুলে নিয়োগে বেলাগাম দুর্নীতি, এবার চাকরি গেল গ্রুপ সির ৮৪২জনের! আজ বেলা ১২টার মধ্যে সুপারিশপত্র বাতিল, ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিলের নির্দেশ।
কমিশনের সুপারিশপত্র ছাড়াই কীভাবে বহাল তবিয়তে চাকরি? প্রশ্ন বিস্মিত বিচারপতির। নড়ে ঘাস খান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খান বলে পর্ষদকে ভর্ৎসনা।
নিয়োগে দুর্নীতির তদন্তে কুন্তল ঘনিষ্ঠ সোমাকে ইডির জিজ্ঞাসাবাদ। ৪০ লক্ষের উৎস সন্ধানে মঙ্গলবার বনিকে হাজিরার নির্দেশ।
নিয়োগে বেলাগাম দুর্নীতি, প্রতিবাদে এসএফআইয়ের অভিযানে ধুন্ধুমার। পুলিশের চোখে ধুলো দিয়ে মিছিল পৌঁছল বিধানসভার গেটে।
আবেদনই সার, কেষ্টকে ফের ১১দিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির আদালত। মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য এবার মেয়ে সুকন্যা-সহ ১২জনকে ইডির তলব।
বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘটে কার্যত শুনশান একের পর এক সরকারি অফিস। পাল্টা হুঁশিয়ারি শাসকগোষ্ঠীর। কোনও প্রভাবই পড়ে নি, দাবি নবান্নের।
বকেয়া ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ধর্মঘট, কটাক্ষ অভিষেকের। বললেন, "অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু কর্মনাশা বন্ধ নয়। দিল্লি দিয়ে আন্দোলন করুন।"
"আমাদের অন্য রকম চিন্তাভাবনা করতে হবে।) ডিএ-র দাবিতে ধর্মঘট, স্কুলে গিয়ে কার্যত শাসানি মন্ত্রীর," টিচার্সরুমে ঢুকে শিক্ষিকাদের সঙ্গী নেতার চোখ রাঙানি।
২ মাস পার, বিচারপতি মান্থার বাড়ির আশপাশে পোস্টার কাণ্ডে এখনও অধরা গ্রেফতার। কী পদক্ষেপ? এক সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট চাইল ডিভিশন বেঞ্চ।
বিসি রায় হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু। বেসরকারি মতে মৃত্যু বে়ড়ে ১৩৬। উদ্বেগ বাড়িয়ে আইসিএমআরের রিপোর্টে অ্যাডিনো আক্রান্তের তালিকায় শীর্ষে বাংলা।
অ্যাডিনোয় পরপর শিশুমৃত্যু। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার। মুখ ফাটল বিজেপি কর্মীর, হাত কাটল অগ্নিমিত্রার, অসুস্থ তনুজা।
বিদেশি ঋণের বোঝা, তাও কী করে হীরক খচিত পোশাকে আমেরিকা সফর? নাম না করে প্রধানমন্ত্রীকে খোঁচা পঞ্চায়েতমন্ত্রীর, পাল্টা মোদি মোদি স্লোগান বিজেপি বিধায়কদের।
আলুর বন্ড দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে রণক্ষেত্র জলপাইগুড়ি। অপেক্ষার পরেও কুপন না পাওয়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ।
WB Live Updates: সরকারের উপর চাপ বাড়িয়ে দ্রুত নিয়োগের দাবি আন্দোলনকারীদের
সরকারের উপর চাপ বাড়িয়ে দ্রুত নিয়োগের দাবি আন্দোলনকারীদের
WB Live News: হাওড়ার আমতায় নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা
DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে যোগ দিয়েছেন শিক্ষকরা। স্কুলে আসেননি কেউ। কিন্তু পড়ুয়ারা তো স্কুলে এসেছে।
তাদের ক্লাস করাবে কে? এই অবস্থায় হাওড়ার আমতায় নীচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা।
WB Live Updates: হকের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা
হকের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। মোবাইল মেকানিক থেকে অসংখ্য সম্পত্তির মালিক শান্তনু। নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজত।
দুর্নীতির টাকায় প্রাসাদ?
WB Live News: ডিএ আন্দোলন নিয়ে ফের বার্তা রাজ্যপালের
ডিএ আন্দোলন নিয়ে ফের বার্তা রাজ্যপালের। ফের অনশন প্রত্যাহারের আবেদন রাজ্যপালের
WB Live Updates: একের পর এক স্কুলে আন্দোলনকারী শিক্ষকদের ঢুকতে বাধা
পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উত্তর ২৪ পরগনার বিড়া, পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে বাঁকুড়ার বেলডাংড়া, একের পর এক স্কুলে আন্দোলনকারী শিক্ষকদের ঢুকতে বাধা।