West Bengal News Live Updates: সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
বৃষ্টিতে ভিজতে পারে দশমী, একাদশীও (Durga Puja 2023)। বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। একাদশীতে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করবেন হামুন। (Cyclone Hamun)
অযোধ্যায় উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের মণ্ডপ। ভিড়ই বলছে, রাম আমাদের অন্তরে, দাবি শমীকের। পেটেন্ট তো নেওয়া নেই, পাল্টা ফিরহাদ। (Ram Mandir)
জল্পনা বাড়িয়ে বিজেপির সন্ময়ের বাড়ির পুজোয় কংগ্রেসের কৌস্তভ (Koustav Bagchi)। এলেন শুভেন্দু (Suvendu Adhikari) আসার আগেই।দু'জনের মুখেই, "নো ভোট টু মমতা।" কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, "যাওয়ার জায়গা নেই, এ ওর বাড়িতে গেছে।"
পুজোর মধ্যেও বিরাম নেই রাজনৈতিক হানাহানির। চাঁচলে তৃণমূল নেতার বিরুদ্ধে বাড়ি, দোকানে আগুন লাগানোর অভিযোগ। বিরোধীদের চক্রান্ত, দাবি তৃণমূল প্রধানের।
আদালতের নির্দেশের পরই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি। ব্যবস্থা করতে বলে এসএসকেএমকে চিঠি।
গ্যাংটকে ভুয়ো পাসপোর্টকাণ্ডে সিবিআই-জালে আরও ৪। কলকাতা পাসপোর্ট অফিসের সিনিয়র স্টেনোগ্রাফার ও ৩ সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার। চক্রে আর কারা? চলছে খোঁজ।
বিশ্বভারতীর ক্যাম্পাসে রবীন্দ্রনাথই ব্রাত্য! হেরিটেজ স্বীকৃতির ফলকে শুধু প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম! কবিগুরুকেই মোছার চেষ্টা, আক্রমণে কংগ্রেস। সুপ্রিয় ঠাকুরের প্রশ্ন, "রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আদর্শটাকে মানা হয় এখন বিশ্বভারতীতে?"
শারদোৎসবের আনন্দকে ফিকে করে বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কিশোরগঞ্জে মালগাড়ির ধাক্কায় উল্টে গেল যাত্রিবাহী ট্রেন, মৃত ২০। আহত বহু।
নবমীর রাতে বিহারের গোপালগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখার লাইনে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে শিশু-সহ ৩ জনের মৃত্যু। আহতরা ভর্তি হাসপাতালে।
রীতি মেনে ঐতিহ্যের পুজো বনেদি বাড়িতে। ছেলের সঙ্গে পুজোয় মাতলেন কোয়েল। তদারকিতে রঞ্জিত মল্লিক।
সাগরপাড়েও শারদ আনন্দ। নর্থ বম্বে সর্বজনীনে ক্যাটরিনা-রাজকুমার। গেলেন অনিল-সোনম-জয়া-জ্যাকি। ঢাকের তালে পা মেলালেন রানি।
সুরুচিতে অরূপ, শ্রীভূমিতে সুজিত। নবমীর রাতে ঢাক বাজালেন দুই মন্ত্রী। পা মেলালেন ঋতুপর্ণা।
পুজো মুডে রাজনীতিকরা। ধুনুচি নাচ কল্যাণ-কাকলির। ঢাক বাজালেন অগ্নিমিত্রা। প্যান্ডেল হপিংয়ে শতাব্দী। বাড়ির পুজোয় ব্যস্ত তমোঘ্ন।
নবমীর রাতে অরূপের সুরুচি দর্শনে চেতলার ফিরহাদ। ফিরহাদ বললেন, "আমাদের মধ্যে কোনও মোরগ লড়াই নেই।" অরূপের বক্তব্য, "কাল যাব চেতলায়।"
ফেস্টিভ্যাল মুডে গোটা দেশ। জব্বলপুরে মহা সমারোহে রাবণ দহন। আমদাবাদে গর্বা নাচের অনুষ্ঠানে অমিত শাহ।
WB News Live Update:নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ।
নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ।
WB News Live:চিঠি প্রকাশ্যে আসার পরই অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ মহুয়া মৈত্রর
চিঠি প্রকাশ্যে আসার পরই অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ মহুয়া মৈত্রর। '২ দিন আগে ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন এনআইসি ইতিমধ্যেই তদন্ত কমিটিকে তথ্য দিয়েছে। এখন অশ্বিনী বৈষ্ণব বলছেন, এথিক্স কমিটি চাইলে এনআইসি তথ্য দেবে। 'কে মিথ্যে বলছেন?', প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের
WB News Live Update:সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট। সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
WB News Live:বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ
বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল সাউ পরিবার। ফিরে এসে দেখেন, মেন গেটের তালা ভাঙা, ভাঙা হয়েছে আলমারির লক। বিছানায় পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষকৃতীদের খোঁজ চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ।
WB News Live Update:নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু
নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সৌরভ শিকদার। মৃতের ৩ বন্ধুকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।