West Bengal News Live Updates: সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live Update:নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ।
নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ।
WB News Live:চিঠি প্রকাশ্যে আসার পরই অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ মহুয়া মৈত্রর
চিঠি প্রকাশ্যে আসার পরই অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ মহুয়া মৈত্রর। '২ দিন আগে ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন এনআইসি ইতিমধ্যেই তদন্ত কমিটিকে তথ্য দিয়েছে। এখন অশ্বিনী বৈষ্ণব বলছেন, এথিক্স কমিটি চাইলে এনআইসি তথ্য দেবে। 'কে মিথ্যে বলছেন?', প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের
WB News Live Update:সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট। সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
WB News Live:বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ
বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল সাউ পরিবার। ফিরে এসে দেখেন, মেন গেটের তালা ভাঙা, ভাঙা হয়েছে আলমারির লক। বিছানায় পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষকৃতীদের খোঁজ চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ।
WB News Live Update:নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু
নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সৌরভ শিকদার। মৃতের ৩ বন্ধুকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
