West Bengal News Live Updates: ভোটের আগে ফের অশান্তি মুর্শিদাবাদে, শাসক-দ্বন্দ্বে তপ্ত সালার
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল-বিজেপি (Lok Sabha Elections 2024)। ৪২টির মধ্যে ২০টি করে আসন পেতে পারে তৃণমূল-বিজেপি। কংগ্রেস ২। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। (CVoter Opinion Poll)
ভোটে তৃণমূল-বিজেপি জোর টক্কর। কোচবিহার, আলিপুরদুয়ার, বনগাঁ, আরামবাগ, ব্যারাকপুর পেতে পারে বিজেপি। ঘাটাল, মুর্শিদাবাদ আসানসোলে তৃণমূল। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত।
বেঙ্গালুরুতে বিস্ফোরণেও এবার বং-কানেকশন! ভোর রাতে দিঘার হোটেলে এনআইএ হানা। হামলার মাস্টারমাইন্ড-সহ ২ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। (Bengaluru Blast)
ধর্মতলা, লেনিন সরণি, খিদিরপুর হয়ে দিঘার হোটেল। বেঙ্গালুরুতে সন্ত্রাসের ১১দিন পরেই বাংলায় ২ সন্দেহভাজন আইএস জঙ্গি। একের পর এক ডেরার হদিশ। (Kolkata News)
১ মাস ধরে কলকাতার একের পর এক হোটেলে লুকিয়ে জঙ্গি। ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে অবাধে বিচরণ। কিছুই জানতে পারল না পুলিশ!
ভুয়ো নামে, রেজিস্টার ছিঁড়ে, ঘনঘন ডেরা বদলেও হল না শেষ রক্ষা। দিঘার হোটেলে ধৃত ২ জনের উল্টো দিকের রুমেই ছিল এনআইএ। মধ্যরাতে দরজা খুলিয়ে গ্রেফতার।
পর্যটকের ছদ্মবেশে দিঘার হোটেলে এনআইএ-রাজ্য পুলিশের হানা। ফোনের সূত্রে পাকড়াও, জানাল কেন্দ্রীয় এজেন্সি। ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল বেঙ্গালুরু।
পুলিশকেই ভোটের পর বুঝে নেওয়ার হুঁশিয়ারি খোদ পুলিশমন্ত্রীর! বিএসএফের সঙ্গে বোঝাপড়ার অভিযোগ (Mamata Banerjee)। ভয় দেখিয়ে ক্যাডার করার চেষ্টা, পাল্টা শুভেন্দু। (Suvendu Adhikari)
ঝড়ে ক্ষতিপূরণ বিতর্কে এবার কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। বললেন, ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক।
বালুর সাড়ে ৩০০ কোটি হাওয়ালা দিয়ে দুবাইয়ে পাচার। ভায়া ফরেস্ক ট্রেডার বিশ্বজিৎ। রেশন দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক ইডি। ৫০ কোটির বেশি বাজেয়াপ্ত।
রেশন দুর্নীতিতে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক-বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। বালু ঘনিষ্ঠ বাকিবুর কলকাতা-বেঙ্গালুরুর জোড়া হোটেলও অ্যাটাচ।
নিয়োগ দুর্নীতি মামলায় এসপি সিন্হা, প্রসন্নের প্রায় ২৩১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। মিডলম্যান প্রসন্নর ৩০ বিঘা জমি, শান্তিপ্রসাদের বেনামি ফ্ল্যাটের হদিশ!
কেন গরহাজির মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এডিজি সিআইডি? অন্য কোর্ট হলে গ্রেফতারি পরোয়ানা জারি করত। কড়া বার্তা হাইকোর্টের। সোমবার ভার্চুয়ালি হাজিরার নির্দেশ।
West Bengal News Update: 'বাংলা দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা', জঙ্গি ইস্যুতে দিলীপের পাল্টা মমতা
১ মাসের বেশি সময় ধরে, বাংলায় একের পর এক আস্তানা বদল করে ঘুরে বেড়িয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। আর, এখানেই প্রশ্ন উঠছে, স্থানীয় কারও সাহায্য ছাড়া কি এটা করা সম্ভব? দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ শেল্টার। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলা দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা।
WB News Update: ভোট লুঠ রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম
ভোট লুঠ রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম। ভোটের প্রথম দফা থেকেই বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম, হেল্পলাইন নম্বর। 'ভোট লুঠ-সন্ত্রাস হলে দাওয়াই দিতে প্রস্তুত বিজেপি যুব মোর্চা'। হুঁশিয়ারি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ'র। ভোটের আগে সব বিধানসভা কেন্দ্রে যুব সম্মেলনের ডাক বিজেপি যুব মোর্চার ।
West Bengal News Update: বেঙ্গালুরু বিস্ফোরণের ২ সন্দেহভাজনের গতিবিধি নিয়ে এখনও রহস্য
চেন্নাই থেকে কলকাতায় এসে কালীঘাটে, একবালপুরেই কেন আস্তানা? কেন গা ঢাকা দিতে একবালপুরের গেস্ট হাউসে উঠেছিল ২ সন্দেহভাজন? বেঙ্গালুরু বিস্ফোরণের ২ সন্দেহভাজনের গতিবিধি নিয়ে এখনও রহস্য।
WB News Update: প্রচারে গিয়ে যুবকের কাছে সিনেমার ডায়লগ বলার অনুরোধ শুনলেন শতাব্দী
শনিবার ভোট প্রচারে যাওয়া বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের কাছে সিনেমার ডায়লগ শোনার অনুরোধ করলেন এক যুবক।
West Bengal News Update: ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে নয়া নির্দেশিকা হাওড়া ডিভিশনের
এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে জুন মাসের ২২ তারিখ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে নয়া নির্দেশিকা হাওড়া ডিভিশনের।