West Bengal News Live Updates: ভাটপাড়ার উপ-পুরপ্রধানের স্ত্রীকে CBI-র নামে হুমকি ফোন, নিশানায় অর্জুন
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
নির্বাচনী বন্ড বিতর্ক মুখ খুললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, "ভাল হয়েছে, বন্ডের মাধ্যমে অন্তত কারা টাকা দিয়েছে সেটা জানা যাচ্ছে।" (Electoral Bond)
১৬টি কোম্পানির দেওয়া মাত্র ৩৭ শতাংশ টাকা বিজেপি পেয়েছে, বাকি ৬৩ শতাংশ টাকা পেয়েছে বিরোধীরা, দাবি মোদির।
নির্বাচনী বন্ড নিয়ে মোদিকে পাল্টা জবাব রাহুল গাঁধীর। তাঁর কথায়, "সিবিআই সমন পেয়ে নির্বাচনী বন্ডে টাকা বিজেপি-কে। নির্বাচনী বন্ড সব চেয়ে বড় দুর্নীতি।" (Rahul Gandhi)
ইডি যত মামলার তদন্ত করছে, তার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, এজেন্সির অপব্যবহারের অভিযোগ খারিজ মোদির। পাল্টা আক্রমণ বিরোধীদের।
কতজন বিরোধী নেতা জেলে? যে পাপ করে সেই ভয় পায়, এজেন্সির রাজ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব মোদির।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। ২০১৪-র আগে বাজেয়াপ্ত মাত্র ৩৪ লক্ষ টাকা। গত ১০ বছরে বাজেয়াপ্ত ২২০০ কোটি। ইডি সঠিক কাজ করছে, এটাই তার প্রমাণ, দাবি প্রধানমন্ত্রীর।
'এখনও পর্যন্ত যা হয়েছে, সেটা ট্রেলার', ভোটের মুখে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 'কাউকে ভয় দেখানোর রাজনীতি করি না', দাবি নরেন্দ্র মোদির।
৩ বছর ধরে টাকা না দিয়ে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। পারলে শ্বেতপত্র প্রকাশ করুন। কোচবিহার থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Mamata Banerjee)
'তল্লাশিতে আপত্তি নেই, ট্রায়াল রানে কেন বাধা? আইনি পদক্ষেপ করব', কপ্টারে তল্লাশি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রিপোর্ট তলব কমিশনের। (Election Commission)
'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে', অভিষেকের কপ্টারে তল্লাশির অভিযোগে আক্রমণে মমতা। 'আইন সবার জন্য সমান', পাল্টা শুভেন্দু।
কপ্টার বিতর্কের পর হলদিয়া উড়ে গেলেন অভিষেক। পরিস্থিতি খতিয়ে দেখতে বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের টিম।
শুধু অভিষেক নয়, রাহুল গাঁধীর কপ্টারেও নজর নির্বাচন কমিশনের। তামিলনাড়ুর নীলগিরিতে নামার পরই ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর হেলিকপ্টারে তল্লাশি। 'মোদির কপ্টারও দেখুক', প্রতিক্রিয়া অধীরের।
ভোটের মুখে অপসারিত আরেক আইপিএস। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে সরাল কমিশন। ৩ জনের নাম পাঠাল রাজ্য। বিজেপির কথায় বদল,অভিযোগ মমতার। পাল্টা নিশানা বিজেপির।
কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের। হারের ভয়ে অজুহাত। আগে অবসরের পর নির্বাচন কমিশনারকে মন্ত্রীও করা হয়েছে। পাল্টা জবাব মোদির।
টহিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট বানচালের চেষ্টা করবে বিজেপিট, ভোটের চারদিন আগে কোচবিহারে আশঙ্কা মমতার। রামনবমীর দিন প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ।
হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। ২০০ জনের বেশি জমায়েত নয়। অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা। প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রুট বেঁধে নির্দেশ বিচারপতির।
দেড় মাসে ৭ বার। ভোটের মুখে ফের বঙ্গে প্রচারে নরেন্দ্র মোদি। দলীয় প্রার্থীর সমর্থনে আজ বালুরঘাট ও রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রীর।
পুরী থেকে হলদিয়া ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাজপুরে ব্রিজ থেকে নীচে পড়ল বাস। মৃত ৫, আহত ৩৫। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর।
ইতিহাস গড়ল মোহনবাগান। মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার যোগ্যতা অর্জন মোহনবাগানের। শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর।
WB Live News:রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় কড়াকড়ি
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় কড়াকড়ি। 'যেখান গিয়ে রামনবমীর মিছিল, বহুতল থেকে নজরদারি'। ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের ।
West Bengal Live News: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা।দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা। দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ এপ্রিল ভোটের প্রথম দফা, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
WB Live News: ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'
ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'! সিবিআইয়ের নামে হুমকি ফোনের অভিযোগ, পার্থ-সোমনাথের নিশানায় অর্জুন।
West Bengal Live News: ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও
ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও। হাওড়ায় কাল বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। হাওড়ার মহাবীরচকে কাল রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল। হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত তৃণমূলের শোভাযাত্রা। কাল যাদবপুর ক্যাম্পাসেও রামনবমী পালন করবে পড়ুয়াদের একাংশ।
WB Live News:পিএম আবাস যোজনায় ৩ কোটি মানুষ ঘর পাবে : মোদি
এদিন মোদি বলেন, 'বিজেপির সংকল্প পত্র বিজেপির গ্যারান্টি কার্ড। আগামী ৫ বছরের জন্য মোদির গ্যারান্টি। পিএম আবাস যোজনায় ৩ কোটি মানুষ ঘর পাবে। বাংলার বিকাশের জন্য বন্দে ভারত ও অমৃত ভারতের মতো আরও ট্রেন।'