West Bengal News LIVE Updates: প্রধানমন্ত্রীর হাত ধরেই কি চালু হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো?
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

Background
ভোট ঘোষণার আগেই মাস্টারস্ট্রোক বিজেপির (BJP Releases First List For Lok Sabha Election 2024)। বাংলার ২০জন-সহ প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা। ৯ সাংসদকে ফের টিকিট। ৪ বিধায়কও এবার লড়াইয়ে।
বাংলা থেকে ফের বিজেপির প্রার্থীতালিকায় তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, সুভাষ, শান্তনু। নাম নেই জন বার্লার। বালুরঘাটে সুকান্ত, হুগলিতে লকেট, বিষ্ণুপুরে সৌমিত্র।
যাদবপুরে অনির্বাণ, হাওড়ায় রথীন। কাঁথিতে বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেনদু। পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে একই পথে, কটাক্ষ তৃণমূলের।
আসানসোলে (Asansol) শত্রুঘ্নের (Shatrughan Sinha) বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির হাতিয়ার ভোজপুরী শিল্পী পবন। বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর ভিডিও করাকেই প্রার্থী! কটাক্ষ তৃণমূল।
বিধায়ক থেকে ঘাটালে (Ghatal Lok Sabha Constituency) লোকসভার লড়াইয়ে হিরণ (Hiran)। দেবের (Dev) সঙ্গে লড়াই?
বারাণসীতে (Varanasi) তৃতীয়বারের জন্য ভোটের লড়াইয়ে নামছে মোদি, গাঁধীনগরে অমিত শাহ। অমেঠিতে স্মৃতি ইরানিতেই আস্থা। নয়াদিল্লিতে প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি।
দুর্নীতি থেকে সন্দেশখালি, কৃষ্ণনগরের সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি। বাংলায় টার্গেট ৪২-এ ৪২।
তৃণমূল ক্যাডার হিসাবে কাজ করছে আইএএস, আইপিএসদের একাংশ। মোদিকে ব্যবস্থা নিতে আর্জি সুকান্তর। আইনশৃঙ্খলা নিয়ে সরব শুভেনদু।
দলের ঐক্যবদ্ধ চেহারা দেখে ভাল লাগছে। ঐক্যবদ্ধভাবে লড়লে লোকসভায় প্রত্যাশার থেকেও ভাল ফল হবে। সুকান্ত-শুভেন্দুর সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের।
১০০ দিনের কাজ, রেশন থেকে জল, সব প্রকল্পে দুর্নীতি তৃণমূলের। কৃষ্ণনগরের সভা থেকে আক্রমণ মোদির।
বাংলায় অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে। সন্দেশখালিকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। মণিপুরে কী করেছেন? পাল্টা প্রশ্ন তৃণমূলের।
West Bengal News Live: কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি, পুত্র সৌমেন্দুকে নিয়ে প্রতিক্রিয়া শিশির অধিকারীর
কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি। পুত্র সৌমেন্দুকে কাঁথির প্রার্থী করায় এমনটাই প্রতিক্রিয়া দিলেন শিশির অধিকারী। এদিকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করায়, বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে অন্য দলগুলি। নিজের কাজের পরিচয়েই টিকিট পেয়েছেন সৌমেন্দু, পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
WB News Live: বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লিতে সুকান্ত মজুমদার
লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে তৎপর বিজেপি। বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লি যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।






















