West Bengal News: এখনও অধরা শেখ শাহজাহান, সম্পত্তির খোঁজে চিঠি ইডির
West Bengal News : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।
LIVE
Background
- ঝাড়খণ্ডে এবার কি পালাবদল? সাসপেন্সের মধ্যেই আর হায়দরাবাদ যাওয়া হল না জোটের ৩৮ বিধায়কের। শেষমুহূর্তে উড়ান বাতিল। ফিরতে হল বিমানে উঠেও।
- রাঁচিতে পরতে পরতে নাটক। ঘন কুয়াশার কারণ দেখিয়ে শেষমুহূর্তে বাতিল হায়দরাবাদগামী বিমান। সরকার গঠনের দাবিতে কাল রাজ্যপালের কাছে দরবার।
- শিলিগুড়ি, মালদার পর বীরভূম। কাল রাহুল গাঁধীর ন্যায় যাত্রার মিলল না অনুমতি। শুরু হচ্ছে মাধ্যমিক, তাই র্যালি করা যাবে না, জানিয়ে দিল পুলিশ।
- আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হেমন্ত। বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। (ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। )
- দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা-মন্ত্রী জেলে। ঝাড়খণ্ডের উদাহরণ টেনে মমতাকে পাল্টা আক্রমণে সুকান্ত।
'চম্পই ব্যানার্জি খুঁজুন' - বাজেটেও উঠল দুর্নীতির প্রসঙ্গ। পরিবারতন্ত্র নিয়ে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- মালদা থেকে মুর্শিদাবাদে রাহুল। ন্যায় যাত্রায় যোগ দিলেন সেলিম-সুজন। কংগ্রেসের পতাকার পাশেই উড়ল লাল নিশান। পাগলের মতো হ্যাংলামি, কটাক্ষ কুণালের।
- বিশ বাঁও জলে জোট। সিপিএম-কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে ফের একলা চলোর ডাক মমতার। আরএসএস-বিজেপির রুটেই চলছে তৃণমূল, পাল্টা সেলিম।
- চমক ছাড়াই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। মধ্যবিত্তকে হতাশ করে আয়কর কাঠামো অপরিবর্তিত। মহিলা ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ ঘোষণা।
- লাখপতি দিদি ১ কোটি, লক্ষ্য আরও ২ কোটি। ভোটমুখী বাজেটে ঘোষণা সীতারমণের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ বছরে আরো ২ কোটি বাড়ির টার্গেট।
- ভোটের মুখে বাজেটের প্রশংসায় মোদি। উন্নত ভারতের ভিত্তি বলে ব্যাখ্যা। শুধুই ১০ বছরের চর্চা, কটাক্ষ কংগ্রেসের। ভোটের মুখে গিমিক, বলল তৃণমূল।
- জমি জটে রেলের প্রকল্প। নন্দীগ্রাম, বালুরঘাটের নাম করে রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ রেলমন্ত্রীর। সবই তো শুরু হয়েছিল মমতার জমানায়, পাল্টা তৃণমূল।
বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় তৃণমূলনেত্রী। ৪৮ ঘণ্টার অবস্থান। আমিও চাই বিচার পাক বঙ্গবাসী, শাহ-সাক্ষাতের পর দাবি রাজ্যপালের।
- কাল অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় মুখ্যমন্ত্রী। গাঁধী রোডে চাকরিপ্রার্থীদের ৩দিন ধর্নায় বসতে বারণ করল পুলিশ। দেখানো হল আইনশৃঙ্খলার কারণ।
- টাকার বিনিময়ে প্রশ্ন-বিতর্কে সংসদ থেকে সাসপেন্ড। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়াই, পাশে বসিয়ে বুঝিয়ে দিলেন নেত্রী।
- শিশির অধিকারীকে গুরুদেব বলায় কোপ, কাঁথি পুরসভায় পালাবদল। সুবলকে সরিয়ে অখিল-পুত্র চেয়ারম্যান। আস্থা আছে কোর্টেই, বললেন সুবল।
- জেলায় পুলিশমন্ত্রী, নদিয়ায় পুলিশকে গাছে বেঁধে হেনস্থা। জমি বিবাদের খবর পেয়ে যেতেই এসএআই, কনস্টেবলকে নিগ্রহ। উদ্ধার করল বিশাল পুলিশবাহিনী।
- বাড়ির কাছে মুণ্ড, বহু দূরে দেহ। পঞ্চম শ্রেণির ছাত্রীকে খুনের প্রতিবাদে ফুঁসছে মালদা। থানার সামনে বিজেপির বিক্ষোভ। পুরনো শত্রুতায় খুন, সন্দেহ পুলিশের।
- ব্যবসায়ীর নাবালিকা কন্যাকে নৃশংসভাবে খুন ঘিরে রণক্ষেত্র ইংরেজবাজার।বাড়ি থেকে ৬ কিমি দূরে মিলল মুণ্ডহীন দেহ। ফুটেজ দেখে গ্রেফতার প্রতিবেশী।
- খাস গড়িয়াহাট এলাকায় তোলাবাজি। প্রবাসী বাঙালিকে রাস্তায় ফেলে মার। অবশেষে একজন গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তার ভাই।
- আজ মাধ্যমিক, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবে অভিযুক্তদের খোঁজ পেল না পুলিশ! অভিযুক্ত প্রধান শিক্ষকের অফিস সিল।
- প্রাথমিকে সাড়ে ৯ হাজার নিয়োগের প্যানেল ঘোষণা হতেই হাইকোর্টে ১০ চাকরিপ্রার্থী। স্থগিতাদেশ চেয়ে মামলার অনুমতি বিচারপতি মান্থার। আজ শুনানির সম্ভাবনা।
- শুরু মাধ্যমিক। সময় এগিয়ে শুরু সকাল পৌনে ১০টায়। গেট খুলবে সাড়ে ৮টায়। প্রশ্নপত্রের মধ্যেই লুকিয়ে কোড, ছবি তুললেই পরীক্ষা বাতিল।
- অসুস্থ কবীর সুমন। নদিয়া থেকে ফিরেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।
- একযুগ পর জাতীয় ট্রফি জয়। সুপার কাপ ট্রফি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
- লোকসভা ভোটের আগে কী ভাবছেন হাওড়ার আম-জনতা? কী বলছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা? ঘুরে দেখলেন পূজারিণী।
-
আমাকে জেলে পুরলে, জেল ফুটো করে বেরিয়ে আসব। হেমন্তের গ্রেফতারির পরদিনই বললেন মমতা। এবার রানির পালা," হুমকি সুকান্তর। - সেনার জমি-চুরির অভিযোগে জেলে গেলেন হেমন্ত সোরেন। 'ন্যায় যাত্রা'য় সামিল হয়ে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সেলিম-সুজন।
- মুখ্যমন্ত্রীর নদিয়া সফরের দিন নদিয়াতেই পুলিশকে গাছে বেঁধে নিগ্রহ।
WB Live News: ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
২০০৯ সালে উত্তীর্ণ হলেও প্রকাশিত হয়নি প্যানেল। দ্রুত নিয়োগের দাবিতে এবার ডায়মন্ডহারবারে ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের।
West Bengal Live News: এখনও অধরা শেখ শাহজাহান, সম্পত্তির খোঁজে চিঠি ইডির
এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির মাস্টারমাইন্ডের কোথায় কত সম্পত্তি ? কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ? জানতে চেয়ে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং অফিসারকে চিঠি ইডির।
WB Live News: শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে শুরু হল ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা
শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে শুরু হল ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইলেকট্রিক ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছে। রেলের একাধিক উচ্চপদস্থ অফিসারের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয় এদিন। উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার। ছিলেন রেলের আরও একাধিক আধিকারিক।
West Bengal Live News: বেহাল রাস্তা, গাড়ি থেকে নেমে টোটোয় সওয়ার মন্ত্রী
রায়নার পশ্চিমপাড়া এলাকায় যেতে গেলে দুটি রাস্তা রয়েছে। ২টি রাস্তারই বেশ কিছুটা অংশের বেহাল দশা। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি থাকলেও বেহালই রয়ে গিয়েছে রাস্তা। আজ সকালে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি রায়না পশ্চিমপাড়ায় মাসির বাড়িতে এসেছিলেন। কিন্তু বাড়ি ঢোকার আগে থমকে যায় মন্ত্রীর গাড়ি। কারণ বেহাল রাস্তা। প্রায় ২০০ মিটার রাস্তার যা অবস্থা। তাতে গাড়ি থামাতে বাধ্য হন মন্ত্রী। তারপর ভরসা টোটো। টোটো করেই মাসির বাড়ি যান মন্ত্রী।
WB Live News: করোনার পর এবার কলেরার ভ্যাকসিন
করোনার পর এবার কলেরার ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের যৌথ উদ্যোগে দেশে প্রথমবার শুরু হতে চলেছে কলেরার ওরাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল! প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার মানুষকে ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ পাওয়ার এক সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ।