WB News Live Updates: রাজ্য়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪৫
WB News Live Updates: পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা। বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল তারা। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই দাবি তুললেন রোশন গিরি।
LIVE
Background
আশাবুল হোসেন, দীপক ঘোষ, দার্জিলিং ও কলকাতা: পাহাড়ের (Darjeeling) রাজনীতিতে (Politics) নতুন মোড়। পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল বিমল গুরুঙ্গের (Bimal Gurung) দল।
উত্তরবঙ্গে সফরে গিয়ে সোমবার রিচমন্ড হিলে জিটিএ (GTA) নির্বাচন নিয়ে তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানেই নিজেদের নতুন দাবির কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি বলেন, ‘আমরা ম্যডামের কাছে অনুরোধ করেছি যে জিটিএ নির্বাচনের আগে রাজনৈতিক সমস্যার সমাধান করা হোক। যেটা সাধারণ মানুষের পক্ষে ভাল হবে। মুখ্যমন্ত্রী একটা ড্রাফট দিতে বলেছেন, যার জন্য ২ এপ্রিল একটি সেমিনার করব। তার পরে আমরা ড্রাফট প্রোপোজাল দেব।’
এদিন মোর্চার তরফে রোশন গিরি ছাড়াও মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন দার্জিলিং পুরসভা দখল করা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা, জন আন্দোলন পার্টির প্রধান হরকা বাহাদুর ছেত্রী। তৃণমূলের তরফে ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিনয় তামাং।
এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে কার্শিয়ং, কালিম্পং ও মিরিক পুরসভার। মে মাসে সেই পুরসভাগুলিতে ভোট করাতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘জিটিএ ভোট নিয়ে সবাই চাইছে হোক। মে মাসে আরও তিনটি পুরসভা ভোট হয়ে যাবে। পঞ্চায়েত ভোট দার্জিলিংয়ে ত্রিস্তরীয় করার চিঠি লিখেছে।’
বৈঠকের আগে এদিন সকালে পাহাড়ে একপ্রস্থ জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও।
মোর্চার অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘বিমল গুরুঙ্গ এবং কোম্পানি তারা তো মমতার দলের অংশে পরিণত হয়েছে অনেক আগে এবং স্বাভাবিকভাবেই এঁরা পাহাড়ে বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে পরাজিত হয়েছে। যা প্রমাণ করে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে পাহাড়ের গোর্খা ভাইদের কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, গোর্খা জনমুক্তি মোর্চা বিভিন্ন সময় স্ট্যান্ড পরিবর্তন করে।’
WB News Live Updates: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্ধ পালন করল ব্যবসায়ী সমিতি
জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্ধ পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র
WB News Live Updates: ৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ
৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। অনলাইনে ফাইনাল সেমিস্টার চান ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা।
অসুস্থ হয়ে উপাচার্য বেরিয়ে গেলেও এখনো আটকে আছেন অনেক শিক্ষক। পরীক্ষা হতে হবে অফলাইনেই। অনলাইনে পরীক্ষা হলে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন না কোনও অধ্যাপক। জুটা -র বৈঠকে বেনজির সিদ্ধান্ত!
WB News Live Updates: বাড়ির দাওয়ায় বসে আদিবাসী সম্প্রদায়ের সমস্যা সমাধান
এবারে বাড়ির দাওয়ায় বসে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ গরীব বাসিন্দাদের সমস্যা সমাধান করার উদ্যোগ নিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকল্পে একাধিক প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এইসব প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সঠিক ভাবে আদিবাসী মানুষেরা পেতে পারেন সেজন্য উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
WB News Live Updates: ভয়ঙ্কর হত্যালীলার পর কেটেছে আটদিন
ভয়ঙ্কর হত্যালীলার পর কেটেছে আটদিন। তারপরেও আতঙ্কের অন্ধকারে রয়েছে বগটুই গ্রাম। অনেকেই গ্রাম ছেড়েছেন। আর যাঁরা থেকে গেছেন, তাঁদের উদ্বেগ কাটছে না। ভয় কাটাতে গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জেলাশাসক।
WB News Live Updates: অস্ত্র আইনে গ্রেফতার আরও ১২ জন দুষ্কৃতী
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য জেলায় জেলায় পুলিশি অভিযান চলছে। একাধিক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। অস্ত্র আইনে গ্রেফতার আরও ১২ জন দুষ্কৃতী।