WB News Live Update: বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! মঙ্গলবার দিনভর কর্মসূচি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
৪ দিনেও হয়নি, চাকরি প্রার্থীদের আরও ১৪ দিনের হেফজতে চেয়ে মুখ পুড়ল পুলিশের। ৪ আন্দোলনকারীকেই জামিন দিল আদালত।
চাকরি পাওয়ার পর মাত্র ৬ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি! কামারহাটি পুরসভার অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর কাছে আড়াই কেজি সোনা-হিরে, দাবি ইডি-র।
২০১৬-তে যোগ দিয়েই পুর নিয়োগে (Municipality Scam) সক্রিয় ভূমিকা নেন অভিযুক্ত তমাল। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে তেরশো পাতার সম্পত্তি নথি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডি-র।
তোলা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, গুলি করে খুনের হুমকি। অভিযুক্ত স্থানীয় আইএনটিটিইউসি (INTTUC) নেতার অনুগামী। রহড়ায় চাঞ্চল্য। গ্রেফতার ২।
দুদিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। আসছেন নাড্ডাও (JP Nadda)। কাল বিজেপি বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক শাহের। মণীষীদের মূর্তি যেন না ভাঙা হয়, কটাক্ষ তৃণমূলের (TMC)।
ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। তৃণমূল সাংসদের সৌজন্য-শিষ্টাচার নিয়ে প্রশ্ন বিজেপির।
শ্রী সারদা মঠের (Sarada Math) সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির জীবনাবসান। শেষশ্রদ্ধা জানাতে সকাল থেকে ভিড়। কাশীপুর মহাশ্মশানে হল শেষকৃত্য।
দুর্গাপুরে ফের রসনার স্বাদসন্ধান। হরেক খাবারের হদিশ নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস। আজ শেষ দিন।
সকালের গুরুত্বপূর্ণ খবর কী কী ছিল, এক নজরে এখানে
WB News Live: বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! মঙ্গলবার দিনভর কর্মসূচি
বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? তা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির। সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live: বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রাম
বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা।গতকাল সকাল থেকেই এলাকায় শোনা যাচ্ছে বাঘের গর্জন, ঠাকুরাইন নদী ও নদীর ধারে চাষের জমিতে মিলেছে টাটকা পায়ের ছাপ। ঘুম উড়েছে গ্রামবাসীদের। টায়ার ও মশাল জ্বালিয়ে শুরু হয়েছে রাত-পাহারা। জাল নিয়ে ধনচির জঙ্গল ঘিরে ফেলেছেন বন দফতরের কর্মীরা। গোবর্ধনপুর কোস্টাল থানার তরফে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঘ ধরতে আজই গ্রামে খাঁচা পাতবে বন দফতর।
WB News Live: তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে 'মার'
রহড়ার কল্য়াণ নগরে তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে মার, গুলি করে খুনের হুমকি! অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতার অনুগামীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূলের নাম করে এলাকায় তোলাবাজি করছে, দল সব জেনেও চুপ, বিস্ফোরক খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান।
West Bengal News Live: অস্ত্র দেখিয়ে ৫ ডাকাতের তাণ্ডব, ৫ মিনিটের অপারেশন
বড়দিনের সন্ধেয় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি। ডাকাতির পরে গুলি গুলি ছুড়তে ছুড়তে চম্পট। অস্ত্র দেখিয়ে ৫ ডাকাতের তাণ্ডব, ৫ মিনিটের অপারেশন। হেলমেট, মাস্কে মুখ ঢেকে মারধর করে অবাধে লুঠপাট। ভিড়ে ঠাসা বাজারে চাঁচলের ঢাকা জুয়েলার্সে ডাকাতি। সন্ধে ৬.৪৮: চাঁচলে ৫ ডাকাতের ৫ মিনিটের অপারেশন। থানার নাকের ডগায় গান পয়েন্টে সোনার দোকানে ডাকাতি। চাঁচলের একদিকে ইটাহার, একদিকে রায়গঞ্জ। চাঁচলের অন্যদিকে বিহারের কাটিহার, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ।
WB News Live: রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আইনে পরিণত হল ৩ সংহিতা বিল
রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আইনে পরিণত হল ৩ সংহিতা বিল। ৩ সংহিতা বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশে প্রণয়ন হল ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য আইন। প্রায় বিরোধী শূন্য সংসদে পাশ করা হয় ৩ সংহিতা বিল।