West Bengal News Live Updates: মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর!
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
অখিল আছেন অধিলেই, এবার মহিলা রেঞ্জ অফিসারকেই শাসানি! মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি! 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না', প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। উচ্ছেদ অভিযানে বাধা, দলবল মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর!
West Bengal News LIVE Updates: রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট
স্বল্প খরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ডায়ালিসিস ইউনিটের মধ্যে থাকছে ভেন্টিলেটর।
WB News LIVE Updates: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ৪৯ দিন পর ফের খুলল কসবার অ্যাক্রোপলিস মল
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ৪৯ দিন পর ফের খুলল কসবার অ্যাক্রোপলিস মল। গত ১৪ জুন দুপুরে অ্য়াক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে আনা হয় ২টি হাইড্রোলিক ল্য়াডারও। তারপর থেকে সরকারি নির্দেশে বন্ধ ছিল এই মল। দমকলের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার থেকে সরকারি ছাড়পত্রে খুলে গেল এই মল। এখনো পর্যন্ত মলের ১১৫ টি দোকানের মধ্যে প্রায় সব কটি দোকান, চতুর্থ তলের ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স এবং পঞ্চম তলের অধিকাংশ রেস্তোরাঁ খুলে গিয়েছে। অগ্নিকাণ্ডের দিন মলের কর্মী ও মলে উপস্থিত সাধারণ মানুষজন সিঁড়ি দিয়ে নামার সময় সেখানে রাখা রাবিশের বস্তা, লোহার রড এবং নানা সামগ্রী পড়ে থাকায় বাধার মুখে পড়েন। প্রশ্নের মুখে পড়ে মলের নিরাপত্তা ব্যাবস্থা। নতুন করে মল খোলার পর অবশ্য আপৎকালীন সময়ে ব্যবহার্য সিঁড়িগুলোতে এখন আর নেই কোনও অবাঞ্ছিত সামগ্রী।
West Bengal News LIVE Updates: কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অনাস্থা!
কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অনাস্থা! মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা! মহকুমা শাসকের কাছে গিয়ে তৃণমূল কাউন্সিলরদের চিঠি। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই স্বেচ্ছাচারিতার অভিযোগ কাউন্সিলরদের। যা বলার দলকে জানিয়েছি, তারাই ব্যবস্থা নেবে, দাবি পুরপ্রধানের
WB News LIVE Updates: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের সন্তোষপুর
কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের সন্তোষপুর। উড়ে গেল বেশ কয়েকটি বাড়ির চাল। ভেঙে পড়ল বহু গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার
West Bengal News LIVE Updates: জ্য়োতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেড় কোটি টাকার লেনদেন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আনিসুর রহমান ও আলিফ নুর
জ্য়োতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেড় কোটি টাকার লেনদেন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আনিসুর রহমান ও আলিফ নুর। ইডি সূত্রে খবর, জেরায় প্রশ্নের উত্তর দিচ্ছেন না ধৃত দুই ভাই। সূত্রের খবর, চালকল ব্য়বসার সূত্রে বাকিবুর রহমানের সঙ্গে ৯০ লক্ষ টাকার লেনদেন হয়েছিল, জেরায় দাবি করেছেন আনিসুর ও আলিফ।