West Bengal News Live : নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই, রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া তল্লাশি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়িতে সিবিআই। সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। রাজ্যজুড়ে মোট ৭ জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি।
নিয়োগ দুর্নীতি তদন্তে তেঘরিয়ায় বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই। তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে দমদম পার্কের আবাসনেও গোয়েন্দারা।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নজরে ডোমকলের তৃণমূল বিধায়ক। জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত ডোমকল পুরসভার বর্তমান প্রশাসক।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কোচবিহারেও সিবিআই। ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল করের বাড়িতে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের।
মুর্শিদাবাদের বড়ঞায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা। আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তাঁর ছেলে সুজল আনসারির আছে একাধিক ডিএলএড কলেজ, দাবি সিবিআইয়ের।
শুভেন্দু অধিকারীর সাসপেনশনের প্রতিবাদে আগামী ৪ ডিসেম্বর মেয়ো রোডে গাঁধী
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে ১১ বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা হেয়ার স্ট্রিট থানার। পাল্টা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক কেন থাকবেন মন্ত্রিসভায়? প্রশ্ন তুলে পয়েন্ট অফ অর্ডার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শুনতেই চাননি স্পিকার, অভিযোগ বিজেপির। পরে ওয়াক আউট।
৮ ডিসেম্বরের মধ্যে জেলাশাসকের উপস্থিতিতে ঝালদা পুরসভায় আস্থাভোট করাতে নির্দেশ হাইকোর্টের। ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে দিতে হবে রিপোর্ট, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
পাখির চোখ চব্বিশ। সামাজিক উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর। বিকশিত ভারত সংকল্পযাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় মোদি। প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রের উদ্বোধন।
আজ শহরে ব্রায়ান চার্লস লারা। প্রিন্স অফ পোর্ট অফ স্পেনের মুখে বাইশ গজের গল্প। দ্য টেলিগ্রাফ আয়োজিত টাইগার পটৌডি স্মারক বক্তৃতা ঘিরে বাড়ছে ক্রিকেটীয় উত্তাপ।
থিম, লিডিং উইথ পারপাস। উদ্বোধন হল ইনফোকম ২০২৩-এর। চলবে আগামী তিনদিন। শহরে তথ্যপ্রযুক্তি সম্মেলনে হাজির একঝাঁক শিল্পপতি, বিশিষ্টজন।
West Bengal News Live Update: গঙ্গায় গাড়ি উল্টে মৃত্যু দম্পতির
লালবাগ সদরঘাটে নৌকায় ওঠার সময় গঙ্গায় পড়ল গাড়ি। দুর্ঘটনায় দম্পতির মৃত্যু, উদ্ধার করা সম্ভব হয়েছে ৪ জনকে। ।।উদ্ধার করা সম্ভব হয়েছে দম্পতির শিশুকে। ওই দম্পতির বাড়ি বহরমপুরের খাগড়া এলাকায়। গাড়িটিকে উদ্ধারের প্রক্রিয়াও চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন।
WB News Live: বিজেপি করায়, বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের বেতন বন্ধ করা হয়েছে
বিজেপি করায়, বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের বেতন বন্ধ করা হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। এব্য়াপারে কিছু জানেন না বলে দায় এড়িয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
West Bengal News Live Update: রাশি রাশি কলেজের মালিক জাফিকুল
পলিটেকনিক, ফার্মেসি কলেজ থেকে বিএড, ডিএলএড। রাশি রাশি কলেজের মালিক জাফিকুল। ১২ ঘণ্টা পরে বিধায়কের বাড়ি থেকে বেরোল সিবিআই।
WB News Live: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার
টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার নাম গৌরি অধিকারী।
West Bengal News Live Update: গ্রাহকের অজান্তেই খোলা হয়েছে অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট
খণ্ডঘোষে অবাক কাণ্ড! গ্রাহকের অজান্তেই খোলা হয়েছে অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বাড়ি বাড়ি এসেছে এটিএম কার্ড। ভূতুড়ে অ্যাকাউন্ট আর কার্ড নিয়ে আতান্তরে সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চেষ্টা করা হলেও ব্যাঙ্কের প্রতিক্রিয়া মেলেনি।