West Bengal News Live Updates: ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা, সন্দেশখালিতে সমস্ত মামলার তদন্তে সিবিআই
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
কলকাতা : গার্ডেনরিচ, বিরাটিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনার পর, আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় ভেঙে পড়ল বাড়ি (Howrah Building Collapse)। মঙ্গলবার বেলুড় থানার ভোটবাগান এলাকায় বাড়ি ভেঙে আহত হলেন ৪-৫ জন। দীর্ঘদিনের পুরনো বাড়িটির দোতলার ছাদ ছিল টালির তৈরি। দুর্ঘটনার সময় দোতলার ঘরে ছিলেন ৪-৫ জন বাসিন্দা। নীচের ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন এক মহিলা। হঠাৎ দোতলার মেঝে ধসে নীচে পড়ে যান ওপরের ঘরে থাকা ৪-৫ জন। অল্পের জন্য প্রাণে বাঁচেন সকলেই। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপরই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে নোটিস টাঙিয়ে দেয় বালি পুরসভা।
ভোটের মুখে কৃষ্ণনগর পুরসভা (Krishnanagar Municipality Area) এলাকায় বিশেষ নজর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra)। প্রতিদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। সন্ধে নামলেই মহুয়া পৌঁছে যাচ্ছেন এলাকাবাসীর দুয়ারে। অভাব-অভিযোগ শোনার সঙ্গে মিলছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস।
দেশের সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার আয় বৃদ্ধির করতে একাধিক রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্ত নিচ্ছে বলে বারেবারে নিশানা করেছে বিরোধীরা। এর মধ্যে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার পথে নামল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।
মুখ্যসচিবের (Chief Secretary) ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায়, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল হাইকোর্ট। ২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে মুখ্যসচিবকে।
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচীর। 'ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে', রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব।
WB Live News: ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা
ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা। এনআইএ-র অভিযোগে সামান্য আঘাতের ধারা? পুলিশকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতির।
West Bengal Live News: 'আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন', দাবি অভিষেকের
'ঝড়ে দুর্গতদের জন্য নতুন বাড়ি তৈরিতে নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না', রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন', দাবি অভিষেকের।
WB Live News: রাজ্যসভার সাংসদ হিসেবে মমতা ঠাকুরের শপথগ্রহণে বিতর্ক
রাজ্যসভার সাংসদ হিসেবে মমতা ঠাকুরের শপথগ্রহণে বিতর্ক। যার জেরে আজ তাঁর নেওয়া প্রথমবারের শপথকে, গ্রহণ না করার অভিযোগ করেছেন তিনি। পরে রাজ্যসভার চেয়ারম্যানের কথা মতো দ্বিতীয়বার শপথ নেন তিনি। যা নিয়ে পরে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ঠাকুর।
West Bengal Live News: সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ
সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ। এজেন্সিকে পোর্টাল তৈরির নির্দেশ হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব, জানিয়ে দিল আদালত।
WB Live News: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ফের বিচারব্যবস্থার একাংশকে বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ফের বিচারব্যবস্থার একাংশকে বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের। 'আদালত অবমাননাকর মন্তব্য। কুণাল ঘোষের মুখ দিয়ে আদালত অবমাননাকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্নীতিগ্রস্ত দলের প্রধান, একটু শিক্ষা দেওয়া উচিত', পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়