West Bengal News Live : সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
কলকাতা : সোমবার চতুর্থ দফার ভোট, ২০ মে পঞ্চম দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। পঞ্চম দফার আগে জোরদার প্রচারে প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। গত রাতে ফের শহরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। এই নিয়ে ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে মোদি। আজ পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন মোদি (PM Modi)।
দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু। নানুরে বজ্রপাতে ১ মহিলা-সহ ২জনের মৃত্যু, ৫জন আহত। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উঃ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
'শ্লীলতাহানি'-বিতর্কে তোলপাড়, আর রাজভবন যেতে নারাজ মুখ্যমন্ত্রী। যা কীর্তি কেলেঙ্কারি, আপনার পাশে বসাটাও পাপ'। পেন ড্রাইভে রাজ্যপালের আরও কেলেঙ্কারির ভিডিও থাকার দাবি। হুগলির সভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী
ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার। শেখ শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র-ভাণ্ডারের পরে ফের অস্ত্রের হদিশ। 'জেলিয়াখালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও দুষ্কৃতী', ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, এখনও অধরা অভিযুক্ত।
সৌমিত্র-সুজাতার ছায়া এবার নদিয়া (Nadia)। নদিয়ায় ভোটের শেষ দফার প্রচারে বিজেপির চমক (Mithun Chakraborty Vote Campaign)। মিঠুনের হাত ধরে বিজেপিতে তৃণমূল প্রার্থীর স্ত্রী। প্রচারের শেষ ঘণ্টায় তৃণমূল প্রার্থীর স্ত্রী বিজেপিতে। বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। 'বধূ নির্যাতনের মামলা চলছে, একসঙ্গে থাকি না', স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে হলফনামায় জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী (Ranaghat TMC Candidate Mukut Mani Adhikari )। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে।
রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছেন। রাজ্যপাল কথা বলতে চাইলে রাস্তায় বসে কথা বলব। যা দেখছি ওঁর পাশে বসে কথা বলব না। আমার কাছে পেনড্রাইভ আছে, আরও কেলেঙ্কারি আছে। আদিসপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
WB News Live Updates: আজ বোলপুর ভোটের আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী
আজ বোলপুর ভোটের আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। বোমা মেরে কুপিয়ে খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা সিপিএম।
West Bengal News Live: সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন
সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন।
WB News Live Updates: ব্যারাকপুরে নরেন্দ্র মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক
ব্যারাকপুরে নরেন্দ্র মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। আর তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
West Bengal News Live: বিজেপি কত আসন পাবে? এবার তাই নিয়ে তরজায় জড়ালেন সুদীপ, কুণাল
বিজেপি কত আসন পাবে? এবার তাই নিয়ে তরজায় জড়ালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সকালে ভোটপ্রচারে বেরিয়ে বলেন, মোদির ৪০০ পারের স্লোগান দিচ্ছেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি, তাতে ইতিমধ্যেই ৪০০-র থেকে ১০০ কমে গেছে। আর এনিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর মন্তব্য, ৩০০ তো দূরের কথা, বিজেপি তো ২০০ পেরোনোর জায়গাতেও নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করে একথা বললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।
WB News Live Updates: আগামীকাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন
আগামীকাল চতুর্থ দফার(Forth phase) ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন