West Bengal News LIVE:'পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গেছেন' ! মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
West Bengal News LIVE Update : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: এফআইআরের কপি দেখাতে না পেরে পিছলো DSO নেত্রীর নির্যাতনের মামলার শুনানি।অপারেশন সিঁদুরে পর্যুদস্ত পাকিস্তান। সেনাকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ। পহেলগাঁও ইস্যুতে উত্তাল বিধানসভা। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। আমরা ভারত মাতাকে প্রণাম জানাই। বাংলাকে কেন অবমাননা? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। গ্রুপ C ও D-র সরকারি ভাতা নিয়ে প্রশ্ন তুলে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে ওবিসি জট? ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর। এখনও অধরা জোমজুড়ের কীর্তিমান মা-ছেলে। শ্বেতা খানের আরও কীর্তি প্রকাশ্যে। নিউটনকাণ্ডে রিপোর্ট তলব । মেঘালয়কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। বিয়ের মাত্র পাঁচ দিন পরেই স্বামীকে খুনের পরিকল্পনা। রাজাকে হত্যায় ব্যবহৃত কুঠার অনলাইনে অর্ডার। হত্যার পর গাজিপুরে পালায় অভিযুক্তরা। খবর পুলিশ সূত্রে।
OBC Reservation : ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর।
বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে ওবিসি জট? ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর। কোন কোন ক্ষেত্রে ওবিসি শ্রেণিতে অন্তর্ভুক্ত। বিধানসভায় রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর।
Mamata On Pahalgam Attack: পহেলগাঁওকাণ্ড নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী
অপারেশন সিঁদুর নিয়ে শাসক-বিরোধী সংঘাতে বিধানসভায় তুলকালাম। 'জওয়ানদের সম্মান জানাই, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। পাক অধিকৃত কাশ্মীরে ঢোকার সুযোগ থাকলেও, কেন হাতছাড়া? কী করে বিএসএফ, কী করে জঙ্গিদের অনুপ্রবেশ? দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্ন তুলতেই হবে কী ধরনের অপারেশন, কেন দেশের মানুষকে জানানো হল না। আপনারা দেশের লজ্জা, বাংলার লজ্জা', পহেলগাঁওকাণ্ড নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী ।























