West Bengal News Live Updates:সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
WB News Live Updates: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম
LIVE
Background
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম। ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরায় পুলিশ। মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ৫ মহিলা সহ ১৮ জন গ্রেফতার। ধৃতরা বহিরাগত বলে পুলিশের দাবি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গতকাল বারাসাতের তিন জায়গায় রাতদখলে যোগ দেন প্রতিবাদীরা। পুলিশের দাবি, এরপর বারাসাত কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। যানজট তৈরি হওয়ায় রাত সাড়ে ৩টে নাগাদ বারাসাতের SDPO-র নেতৃত্বে সেখানে পৌঁছয় পুলিশ শুরু হয় ধরপাকড়, বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে তুলে দেয় বারাসাত থানার পুলিশ।
কোচবিহারে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই মারা হল আন্দোলনকারীকে। ঘটনার প্রতিবাদে সরব বিরোধীরা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না
আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।
দেহ কেন হাইজ্যাক, কেন টাকা অফার? জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়েই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল চিকিৎসকের পরিবার।
প্রথম থেকেই অসম্ভব চাপ তৈরি করেছিল পুলিশ। সাদা কাগজে সই করানোর চেষ্টাও হয়েছিল। বারবার মিথ্যে বলছে পুলিশ। চাঞ্চল্যকর পরিবার।
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা। গাড়ি ঘিরে বিক্ষোভ।
নেতাদের হুঁশিয়ারির মধ্যেই কোচবিহারের মাথাভাঙায় রাত দখলে হামলা! বিচারের দাবিতে গ্রাফিতি মুছে ব্লক সভাপতির সামনেই বেধড়ক মার তৃণমূলের।
শহর ব্লক সভাপতির সামনেই কোচবিহারে মার। রেহাই পেলেন না প্রবীণরাও। দলবল নিয়ে মারধরের পরে কিছুই হয়নি বলে নেতার!
রবিবারের পুনরাবৃত্তি বুধবারেরও। গড়িয়া থেকে সিঁথি-রাত দখল অভিযানেও মহিলাদের কটূক্তি। ধরে বেধড়ক মার। কোনওরকমে উদ্ধার করল পুলিশ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল আলো। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ। আলো নিভল রাজভবন থেকে ভিক্টোরিয়াও।
দিন বদলের স্বপ্নে রাত দখল। ১ ঘণ্টার জন্য নামল আঁধার। বিচারের দাবিতে হাতে মোমবাতি, মশাল নিয়ে প্রতিবাদে এক সুর কলকাতা থেকে কোচবিহার।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আজ বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ।
বিচার যত পিছোবে, মিছিল তত এগোবে। আর জি কর মামলায় বলছেন আন্দোলনকারীরা।
শাসকের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের হুমকির পরেও রাত দখল!
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল। বাংলা থেকে দিল্লি-পথে নেমে প্রতিবাদ।
বিচারের দাবিতে ফের রাজপথে নেমে জনগর্জন। যাদবপুরের মিছিলে যোগ দিলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরাও।
কলকাতা থেকে দিল্লি। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের আঁচ রাজধানীতেও।
বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। ফের সরব সুখেনদুশেখর। দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ, চোখে জল।
এখনও পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। বৃহত্তর লড়াইয়ের ডাক।
আর জি কর কাণ্ডে আরও চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। বেনজির মানববন্ধনের পর এবার এসএসকেএমে কনভেশন।
সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে কাউন্সিল থেকে পরপর চিকিৎসকের ইস্তফা। নাম জড়ানো সদস্যদের আপাতত কাজ থেকে দূরে রাখার দাবিতে চিঠি।
মুর্শিদাবাদ থেকে কলকাতা। সন্দীপের দৌলতেই পরপর হাসপাতালে ২ ঘনিষ্ঠ বিপ্লব-সুমন হাজরার বরাত! অ্যাকাডেমিক ফান্ড থেকেও বিল, দাবি সিবিআইয়ের।
১ বছর আগের বদলির নির্দেশ, সন্দীপ সাসপেন্ডের পরে সরানো হল বিরূপাক্ষকেও। বর্ধমান থেকে পাঠানো হল কাকদ্বীপে। রুটিন বদলি, দাবি চিকিৎসকের।
আর জি কর-কাণ্ডের মধ্যেই উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল। হুমকি-দাদাগিরি থেকে তোলাবাজির অভিযোগে বিক্ষোভ। ডিন অফ স্টুডেন্টেসের ইস্তফা।
ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর। রাজ্যে কেন হয়নি পর্যাপ্ত ফাস্ট ট্র্যাক ও পকসো কোর্ট, প্রশ্ন শুভেন্দুর।
শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। বাজেয়াপ্ত ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
West Bengal News Live: বিশ্বভারতীতে ভিনরাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
বিশ্বভারতীতে ভিনরাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
WB News Live Update: সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই হবে শুনানি
প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়নি
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি
আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষও ----
কাল সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের মামলার শুনানি
West Bengal News Live: অবশেষে সাসপেন্ড অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস
অবশেষে সাসপেন্ড অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস
WB News Live Update: আর জি কর-কাণ্ডের আবহে এবার পুরুলিয়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার কলেজেরই এক অধ্যাপক
আর জি কর-কাণ্ডের আবহে এবার পুরুলিয়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার কলেজেরই এক অধ্যাপক
West Bengal News Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান