Border-Gavaskar Trophy: বুমরার পাঁচ উইকেট, স্টার্কের লড়াইয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
IND vs AUS 1st Test: ভারতের হয় ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার যশপ্রীত বুমরা।
পারথ: ১০৪ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ২৬ রানে আউট হলেন মিচেল স্টার্ক। ভারতীয় দল পারথে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) ইনিংসে ৪৬ রানের লিড নিল। একেবারে দশম উইকেটেই সর্বাধিক ২৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অভিষেক ঘটানো হর্ষিত রানা নিলেন তিন।
ভারতীয় ফাস্ট বোলার, মূলত যশপ্রীত বুমরার ঝাঁঝালো বোলিং সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় অস্ট্রেলিয়াকে। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশনদের প্রথম দিনেই সাজঘরে ফিরিয়ে সিংহভাগ কাজটা করেই রেখেছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনে লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব অজ়ি ইনিংস গুটিয়ে দেওয়া। ৬৭ রানে সাত উইকেটে দিনের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের পথে বড় কাঁটা হতে পারতেন একজনই, অ্যালেক্স ক্যারি। সদ্যই শেফিল্ড শিল্ডে দুরন্ত ছন্দে একাধিক বড় রানের ইনিংস খেলেই এই টেস্ট নেমেছিলেন তিনি।
তবে অস্ট্রেলিয়ার শেষ তথাকথিত ব্যাটারকে দিনের শুরুতেই নিজের প্রথম বলে ২১ রানে সাজঘরে ফেরান বুমরা। নিয়ে ফেলেন নিজের পঞ্চম উইকেট। টেস্টে ১১তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নেন বুমরা। ন্যাথান লায়নও খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তাঁকে পাঁচ রানে ফেরান হর্ষিত রানা। ৭৯ রানে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই সময় মনে হচ্ছিল তাঁরা শতরানের গণ্ডি পার করতে পারবে না। সেই সুযোগও ছিল। তবে বুমরার বলে ক্যাচ ধরতে ব্যর্থ হন ঋষভ পন্থ। শেষ উইকেটে জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলেন। স্টার্ককে ব্যাট হাতে বেশ ঠিকঠাকই দেখাচ্ছিল। তাঁর সুবাদেই শতরানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। তবে তারপর আর বেশিদূর এগোতে পারেনি তাঁরা। বড় শট মারতে গিয়ে আউট হন স্টার্ক। তিনিই অজ়িদের হয়ে সর্বাধিক ২৬ রান করেন।
এর আগে প্রথম দিন অভিষেক ঘটানো ন্যাথান ম্যাকসোয়েনিকে ১০ রানে ফিরিয়ে নিজের উইকেটের খাতা খোলেন বুমরা। পরের ওভারেই মার্নাস লাবুশেনকেও আউট করতে পারতেন তিনি। তবে কোহলি স্লিপে সহজ ক্যাচ ফেলেন। কিন্তু খাওয়াজার ক্ষেত্রে সেই ভুল করেননি বিরাট। দ্বিতীয় সাফল্য পান বুমরা। পরের বলেই স্টিভ স্মিথকে গোল্ডেন ডাকে ফেরান তিনি। হর্ষিত রানা এরপর স্বপ্নের বলে ট্র্যাভিস হেডের অফ স্টাম্প ভেঙে দেন।
লাবুশেনের ক্যাচ মিস হলেও, তিনি দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থেকে কোনওভাবেই রান করতে পারছিলেন না। শেষমেশ তাঁর ৫২ বলে দুই রানের ইনিংস সমাপ্ত করেন সিরাজ। মিচেল মার্শেরও উইকেট পান তিনিই। অধিনায়ক বুমরা প্রতিপক্ষ অধিনায়ক কামিন্সকে তিন রানে ফেরান। শেষমেশ টপ অর্ডারের ব্যর্থতায় ভারতের রানের থেকে ৪৬ রান আগেই থামল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এবার দেখার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিরা কেমন ব্যাট করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে