West Bengal News Live : ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি
Sandeshkhali News : সব জেলার গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
নজরে যে খবর : ফের উত্তপ্ত সন্দেশখালি ( Sandeshkhali )। নতুন করে আগুন জ্বলল সন্দেশখালিতে। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হল সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়িতে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হল ভেড়ির ঘর। সেই সঙ্গে হামলা হল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে।
অশান্ত সন্দেশখালিতে রাস্তায় আগুন জ্বেলে, গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। গ্রাম টহল দিলেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গ। ভাঙচুর-হামলার অভিযোগে গ্রেফতারও করা হল বেশ কয়েকজনকে। ধৃতদের নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
আরও ভয়াবহ অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভে উত্তাল হল বেড়মজুর ও ঝুপখালি। ঝুপখালিতে আগুন জ্বালিয়ে, সিমেন্টের ল্যাম্পপোস্ট উপড়ে রাস্তায় ফেলে চলল বিক্ষোভ। ডিআইজি বারাসাত রেঞ্জের নেতৃত্বে রাস্তা থেকে সরানো হল গাছের গুঁড়ি, সরানো হল অবরোধ।
শুক্রের পর শনিবার সন্দেশখালির পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।
Sandeshkhali Effect :বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি
৫১ দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান, সিরাজও উধাও! আর কবে গ্রেফতার? বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি
Sandeshkhali Update : ক্ষোভ প্রশমনে সন্দেশখালি গিয়ে সন্দেশখালির ক্ষোভের মুখে ২ মন্ত্রী
৫১ দিন পার, এদিকে এখনও ফেরার শেখ শাহজাহান, সিরাজও উধাও। আর কবে গ্রেফতার? বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। ক্ষোভ প্রশমনে সন্দেশখালি গিয়ে সন্দেশখালির ক্ষোভের মুখে ২ মন্ত্রী। শেখ শাহজাহান-সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই, একটাই দাবি গ্রামবাসীদের।
Lok Sabha Poll 2024: ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি
ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি (Central Force)। ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলবের মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।
Sandeshkhali Update : দাদার পরে এবার ভাইয়ের আরেক কীর্তি ফাঁস
দাদার পরে এবার ভাইয়ের আরেক কীর্তি ফাঁস!ত্রাসের দোসর সিরাজ, জমি দখল করে মার্কেট তৈরির অভিযোগ। শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখল। জমি দখল করে সিরাজের নামে আস্ত একটা মার্কেট। পুলিশ ক্যাম্পে ৭৩টি অভিযোগ, সিরাজউদ্দিনের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি পার। গ্রামবাসীর জমি দখল করে মার্কেট তৈরির অভিযোগ শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে ।
Sandeshkhali Effect : সিরাজের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ
সন্দেশখালির খুলনা, জেলিয়া খালি জুড়ে যেমন ছিল শিবু উত্তম দের অত্যাচারের কাহিনী, তেমনি ঝুপখলি, সর্বেরিয়া, বেরমযুর জুড়ে সিরাজ অজিত মাইতি দের অত্যাচার এর অভিযোগ। সঙ্গে সার্বিকভাবে শেখ শাজাহান। অভিযোগ গ্রহণের জন্য দুয়ারে পুলিশ ক্যাম্প। সেখানেও সিরাজের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ।