West Bengal News Live:১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ BJP
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি-মৃত্যু ঘিরে তোলপাড়। স্যালাইন দেওয়ার পর প্রসূতির মৃত্যু। বিতর্কিত সংস্থার স্যালাইনে পার্শ্বপ্রতিক্রিয়া, স্বাস্থ্য দফতরে জমা পড়ল রিপোর্ট। ২। কর্নাটকে আগেই কালো তালিকা ভুক্ত স্যালাইন। রাজ্যেও উৎপাদনে নিষেধাজ্ঞা। তারপরও কীভাবে মেদিনীপুর মেডিক্যালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত স্যালাইন? মালদার পর কোচবিহার, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশি নাগরিকদের।মালদায় তৃণমূল নেতা খুনের তদন্তে অস্ত্র উদ্ধার। ধৃত ৩ জনকে নিয়ে তল্লাশি মালদা জেলা পুলিশের। ট্রায়াল শেষ, ১৮ জানুয়ারি শিয়ালদা কোর্টে আর জি করকাণ্ডের রায়দান। রায়ঘোষণার দিন ঠিক হলেও তদন্ত নিয়ে এখনও সন্তুষ্ট নয় পরিবার।
Santanu Sen: কোন কাজ দলবিরোধী, আমাকে প্রমাণ করে দিক, চ্যালেঞ্জ শান্তনু সেনের
'অন্যায়ের বিরুদ্ধে সরব, অনেকের কুকীর্তি ফাঁস, তাই হয়তো দলের কোপে। আমার বাড়িতে ED-CBI আসেনি, জিজ্ঞাসাবাদও করেনি, তাও সাসপেন্ড', কোন কাজ দলবিরোধী, আমাকে প্রমাণ করে দিক, চ্যালেঞ্জ শান্তনু সেনের
BJP: ১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি
টার্গেট ১ কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি! সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি। ১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি: সূত্র । সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানাবুদ । ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের । ১০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে, পুরস্কারের টোপ দিয়েও 'ফেল'!
কেন্দ্রীয় এজেন্সির 'নিষ্ক্রিয়তা' থেকে আবাসে টাকা 'আটক'। 'বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ'। দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ। এভাবে হবে না, আরও সিরিয়াস হতে হবে: প্রাক্তন সহ সভাপতি। নতুন যখন রাজ্য সভাপতি হবেন, তাহলে এত দেরি কেন? তথাগত। সবটাই দলের সাংগঠনিক বিষয়, এত ভাবার প্রয়োজন নেই, বলেছেন শমীক । ৭৯ হাজার বুথে বিজেপির 'সক্রিয় সদস্য' ৪৪ হাজারেই আটকে গেল। রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ! ২৭ অক্টোবর, ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। ৩০ নভেম্বর, কর্মসূচি শেষ হলেও প্রথমে ৩১ ডিসেম্বর, পরে ১০ জানুয়ারি পর্যন্ত সময়বৃদ্ধি।























