West Bengal News Live: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৪ !
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: গাজিয়াবাদ থেকে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কে পাওয়া ওএমআর তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েই SSC শুনানিতে সন্দিহান সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্য পদ নিয়ে হাইকোর্টের পর এবার প্রশ্ন সুপ্রিম কোর্টের। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। অম্বেডকর ইস্যুতে উত্তপ্ত সংসদ। সংসদভবন চত্বরে বিজেপি সাংসদদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি। আহত ২ বিজেপি সাংসদ। প্রতিবাদে এন্টালিতে বিধান ভবনের বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। সংসদ চত্বরে বেনজির ধাক্কাধাক্কি। ধাক্কা মেরেছেন রাহুল, অভিযোগ আহত বিজেপি সাংসদের। পাল্টা বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগ খাড়গের। পড়ে গিয়ে হাঁটুতে চোট, নালিশ জানিয়ে চিঠি লোকসভার স্পিকারকে। বড়দিনের উৎসব সূচনায় মুখ্যমন্ত্রী।
Birbhum Accident: বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১৪জন, ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে
বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত ১৪জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খড়গপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল পর্যটক বোঝাই বাসটি। রামপুরহাট থেকে সিউড়িগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যালে
RG Kar Case: হাইকোর্টে মামলা আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের
'বর্তমানে যে ভাবে তদন্ত চলছে, তাতে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের
West Bengal News Liveফিরহাদকে প্রশ্ন দিলীপের
'উনি কতবার সাফাই দেবেন? একজন জামাতের লোক যে ভাষায় কথা বলেন, উনি বারবার কেন সেই ভাষায় কথা বলেন? বারবার কেন বিতর্ক হয়? উনি সরকারের মুখ, না মৌলবাদী জামাতদের মুখ', ফিরহাদকে প্রশ্ন দিলীপের।
Kolkata Fire Incident: ইএম বাইপাসে চলন্ত গাড়িতে দাউদাউ আগুন
ব্যস্ত সময়ে ইএম বাইপাসে গাড়িতে আগুন। মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় অগ্নিকাণ্ড। যান্ত্রিক গোলোযোগের আঁচ পেয়েই রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। তারপরই আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
Murshidabad News: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।