West Bengal News Live Updates: প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চা, মন্তব্য সীতারাম ইয়েচুরির
প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চা, মন্তব্য সীতারাম ইয়েচুরির
LIVE
Background
প্রকাশ সিন্হা, কৌশিক গাঁতাইত ও দীপক ঘোষ, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে এবার সিবিআইয়ের নজরে সিআইএসএফ-এর এক আধিকারিক। গতকাল মুর্শিদাবাদের ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সিআইএসএফ আধিকারিকের অফিস ও কোয়ার্টারে তল্লাশি চালায় সিবিআই। ইসিএল-এর এক জেনারেল ম্যানেজারের আসানসোলের বাড়ি এবং জামুড়িয়ার অফিসেও হানা দেয় সিবিআই।
এনআইএ আর সিবিআই, একই দিনে রাজ্যে দু’টি পৃথক ঘটনার তদন্তে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার এনআইএ তদন্ত শুরুর দিনই কয়লাকাণ্ডে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের মোট পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নজরে কয়লামন্ত্রকের অধীনস্থ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল-এর এক আধিকারিক। পাশাপাশি এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ-এর এক আধিকারিকের ভূমিকাও খতিয়ে দেখছেন সিবিআই-এর গোয়েন্দারা।
কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় সিবিআইয়ের একটি দল পৌঁছয় আসানসোলের কল্যাণপুরের সুগম পার্কে। ইসিএল-এর সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ইসিএল-এর আধিকারিককে নিয়ে যাওয়া হয় সাতগ্রাম এরিয়া অফিসে। সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় সিবিআই।
একই সময়ে মুর্শিদাবাদের ফরাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সিআইএসএফ-এর অফিসে ও কোয়ার্টারে যান সিবিআই-এর আধিকারিকরা। সেখানকার সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহের অফিস ও কোয়ার্টারে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহ আগে আসানসোলে কর্মরত ছিলেন। কয়লাকাণ্ডে তাঁর ভূমিকাও আতসকাচের তলায়।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে বিভিন্ন ব্যক্তির লেনদেনের তথ্যপ্রমাণ পাওয়ার পরই শুরু হয়েছে লাগাতার অভিযান।
সমানতালে চলছে রাজনৈতিক বাগযুদ্ধও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘সিবিআই আর ইডির অফিসারেরা যথেষ্ট দক্ষ, কিন্তু রাজনৈতিক নির্দেশ এলে তাঁরা মানতে বাধ্য হন। কয়লা দফতর তো রাজ্যের অধীন নয়, এটা কেন্দ্রের। এটা পাহারা দেয় সিআইএসএফ। কোনও এলাকায় যদি কিছু করে থাকেন, এটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। স্রেফ রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে কালি ছেটানো ঠিক নয়।’
পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূল নেতারা লুঠ করছে, রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। কয়লা-বালি পাচারে সিবিআই তদন্ত করছে, তৃণমূল নেতারা ধরা পড়লে সঙ্গে সঙ্গে প্রতিহিংসার রাজনীতি বলা হয়।’
কয়লাকাণ্ডে এর আগেও ইসিএল-এর একাধিক প্রাক্তন ও বর্তমান আধিকারিকের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এদিন দিল্লির দ্বারকায় ইসিএলের অবসরপ্রাপ্ত ডিরেক্টর সুনীলকুমার ঝা-র বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
WB News Live Updates: কয়লাকাণ্ডে ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী
কয়লাকাণ্ডে ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তার আগে সমন খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।
WB News Live: প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চা, মন্তব্য সীতারাম ইয়েচুরির
বিধানসভা নির্বাচন শেষ, প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চাও। বিশেষ কারণেই তৈরি হয়েছিল ফ্রন্ট। মন্তব্য সীতারাম ইয়েচুরির।
WB News Live Updates: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় সিবিআই
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে আইএসএফ কর্মীর খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
WB News Live: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় সিবিআই
ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই। হাওড়ার ডোমজুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগের তদন্তে নেমে অভিযুক্তদের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসেন তদন্তকারীরা।
WB News Live Updates: প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের
মোদির মুখ ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বিজেপি। ওদের দেউলিয়াপনা এবার প্রকাশ্যে। মোদির জন্মদিন পালন নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের।