West Bengal News Live Updates: বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখে নিন একনজরে।
LIVE
Background
বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গেও তুলনা করেন।
কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলায় অভিযুক্ত গুলজারকে নিয়ে তল্লাশি পুলিশের।
বেলডাঙায় সংঘর্ষ, পরশুর মধ্যে কেন্দ্র-রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। প্রথমবার গিয়ে স্পর্শকাতর বুঝেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নয়? প্রশ্ন ডিভিশন বেঞ্চের।
শিলিগুড়তে ফের দু-দিন বন্ধ থাকবে জলের পরিষেবা। শুক্রবার ও শনিবার জল বন্ধ থাকার কথা ঘোষণা করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বুধবার ব্যপাক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে।
বুধবার বেলডাঙা যাওয়ার পথে রাস্তায় তাঁকে আটকায় পুলিশ। এর জেরে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে রাজ্য সভাপতির গ্রেফতারির প্রতিবাদে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল বিজেপির।
ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি ইডি-র । '১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে'। জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা কোর্টকে জানাল জেল কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয় রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে
জ্যোতিপ্রিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ হল না শুনানি। কাল মামলার পরবর্তী শুনানি। অ্যাপোলোতে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র
কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানতে চেয়ে অ্যাপোলো কর্তৃপক্ষকে চিঠি ED-র।
দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে তৃণমূল কাউন্সিলর খুনের বলু-প্রিন্ট। কসবা কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। মাস্টার মাইন্ড কি শুধুই গুলজার? উত্তর খুঁজছে পুলিশ।
কসবাকাণ্ডে ইকবাল কে? ওই নামে কারও খোঁজ মেলেনি। পুলিশকে বিভ্রান্ত করতেই ইকবালের নাম। অনুমান তদন্তকারীদের। বেউর জেলের এক আসামির মাধ্যমেই পাপ্পু গ্যাংয়ের সঙ্গে পরিচয় গুলজারের।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহৃত স্কুটার উদ্ধার। বন্ডেল গেটের পিছনে গলিতে পড়েছিল। লাগানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেট। এই সেকেন্ড হ্যান্ড স্কুটারে চেপে এসেই হামলা।
কাউন্সিলরের ওপর হামলার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। জমি দখল ও জলাশয় দখলের অভিযোগ খতিয়ে দেখতে মার্টিন পাড়ায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা।
সরকারি জমি থেকে ভেড়ি, গোডাউন। গুলশনে অভিযোগের পাহাড়! ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়ে জমি না দেওয়ার অভিযোগ। ফাঁসানোর চক্রান্ত, পাল্টা দাবি জুলকারের।
রাজনৈতিক ছত্রছায়ায় বাইপাসের ধারে জমি দখলের কারবার। এক দশক আগে তৃণমূল নেতা অধীর মাইতি খুন, গ্রেফতার হন কাউন্সিলর শম্ভুনাথ কাউ। তাও হুঁশ ফেরেনি সরকারের।
মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের।
West Bengal News Live: বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গেও তুলনা করেন।
West Bengal News Live Updates: বেলডাঙায় সংঘর্ষ, পরশুর মধ্যে কেন্দ্র-রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
বেলডাঙায় সংঘর্ষ, পরশুর মধ্যে কেন্দ্র-রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। প্রথমবার গিয়ে স্পর্শকাতর বুঝেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নয়? প্রশ্ন ডিভিশন বেঞ্চের।
West Bengal News Live: কলকাতা ও রাজ্য পুলিশে একাধিক রদবদল
বুধবার ব্যপাক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে।
West Bengal News Live: কলকাতা ও রাজ্য পুলিশে একাধিক রদবদল
বুধবার ব্যাপক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে।
West Bengal News Live Updates: বেলডাঙা যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, প্রতিবাদে মিছিল কলকাতায়
বুধবার বেলডাঙা যাওয়ার পথে রাস্তায় তাঁকে আটকায় পুলিশ। এর জেরে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে রাজ্য সভাপতির গ্রেফতারির প্রতিবাদে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল বিজেপির।