(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Parganas: পাঁচিলে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করার অভিযোগ, বনগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট কিশোর
West Bengal News: উত্তর ২৪ পরগনার বনগাঁর পল্লিশ্রী এলাকায় অর্জুন রায় নামে এক ব্যক্তির পেয়ারা বাগান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অর্জুন সেই পেয়ারা বাগানের চারপাশে প্রাচীর দিয়ে ঘিরে রাখেন।
সমীরণ পাল, বনগাঁ: পেয়ারা বাগান জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখার অভিযোগ। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত বনগাঁর কিশোর। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করলেন স্থানীয়রা।
বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর পল্লিশ্রী এলাকায় অর্জুন রায় নামে এক ব্যক্তির পেয়ারা বাগান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অর্জুন সেই পেয়ারা বাগানের চারপাশে প্রাচীর দিয়ে ঘিরে রাখেন। প্রাচীরের উপরে জিআই তার দিয়ে ঘেরা ছিল। অভিযোগ, সেখানেই বিদ্যুৎ সংযোগ করে রেখেছে। মঙ্গলবার বিকালে ওই এলাকার ফুটবল খেলছিল ছেলেরা। সেই সময় পেয়ারা বাগানের মধ্যে চলে যায় বল। স্থানীয়দের দাবি, তন্ময় রায় নামে এক কিশোর পেয়ারা বাগানে যেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করে তড়িঘড়ি বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে কলকাতায় পাঠানো হয়। কলকাতার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এই ঘটনার পর গতকাল রাতে ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা অভিযুক্ত অর্জুনের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্ত শাস্তির দাবি করেছেন তাঁরা। ঘটনার নিন্দা করেছেন স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস। যদিও ঘটনার পর থেকে বাড়িছাড়া অর্জুন ও তাঁর পরিবার। তাঁদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ।
চলতি মাসেই হরিদেবপুরের সৃজনীপার্কে তড়িদাহত হয়ে আহত হয় দুই শিশু (Haridevpur Electrocuted Case)। স্থানীয়রা জানান, পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনা ঘটে। এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বিদ্যুৎ তারে আকশি লেগে তড়িদাহত হয় দুই শিশু। গত ১১ জুলাই সন্ধে নাগাদ নির্মীয়মাণ বাড়ির ছাদে ওঠে ওই শিশুরা। জানা যায়, সেখানে থেকে পেয়ারা পাড়তে গিয়ে ঘটে দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন দুজনই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: জলমগ্ন একাধিক বাড়ি, চাষের জমি, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল কংক্রিটের নদীবাঁধ