West Bengal News Live : SSC-র বিধি চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে
West Bengal News : পাখির চোখ ২৬। আজ ফের বঙ্গে মোদি। তৃণমূলের অপশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ, আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর।
LIVE

Background
শুক্রবার দুর্গাপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। তার জন্য প্রস্তুতিও রয়েছে জোরকদমে। এরই মধ্যে আবার দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দিলেন, মোদির সভায় তিনি থাকছেন না। এদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি মোদির সভায় আসার জন্য দুর্গাপুরে বাড়ি বাড়ি গিয়ে বিলি করে এলেন আমন্ত্রণপত্র। যে আমন্ত্রণপত্রের কয়েকটি শব্দ আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
শর্তসাপেক্ষে ২১শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে বলেছেন, শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। তবে, প্রতিটা গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় ১০ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন।
ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কী ভাবছে রাজ্য সরকার? রাজ্য সরকারের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করলেন হাইকোর্টের বিচারপতি। এই নিয়ে রাজ্য সরকার কী ভাবনাচিন্তা করছে তা জানাতে ২ সপ্তাহের সময়সীমাও বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার ছাত্রভোটের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি। পর্যবেক্ষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
Modi Speech Live : দুর্গাপুরে সভামঞ্চে মোদি, উত্তরীয় পরালেন সুকান্ত
দুর্গাপুরে সভামঞ্চে মোদি। উত্তরীয় পরালেন সুকান্ত
Modi News Live : পুলিশ একটু নিরপেক্ষ হোক, তারপর দেখুন বিজেপি কী করতে পারে, বললেন মিঠুন
'২৩-২৪ তারিখ থেকে মাঠে নামব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। পুলিশ একটু নিরপেক্ষ হোক, তারপর দেখুন বিজেপি কী করতে পারে ?' বললেন মিঠুন






















