West Bengal News Update: ফের কলকাতায় আগুন, তারাতলায় কেপিটি কলোনিতে পুডে় ছাই প্রায় ২৫টি ঝুপড়ি
West Bengal News: 'আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে খুন-ধর্ষণের মতো ঘটনা?' রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির

Background
কলকাতা: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির। রাজ্যপালের ভাষণে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের উল্লেখ, বিরোধিতা বিজেপির
'দুর্গাপুজো-সহ উৎসবের সময় রাজ্যে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি'। বাজেট অধিবেশনের শুরুতে উৎসব পালন নিয়ে রাজ্যপালের ভাষণ। পুলিশ দিয়ে সরস্বতী পুজোর প্রসঙ্গ তুলে তীব্র আপত্তি বিজেপির। 'মুখ্যমন্ত্রীর কলেজে কেন পুলিশ দিয়ে সরস্বতী পুজো?', যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রসঙ্গ তুলে তীব্র আপত্তি বিরোধী দলনেতার।
'আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে খুন-ধর্ষণের মতো ঘটনা?' রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির। রাজ্যপালের ভাষণেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আপত্তি বিজেপির। 'কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পে এক নম্বরে বাংলা'। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ রাজ্যপালের বাজেট ভাষণে। জল স্বপ্ন প্রকল্পের কথা বলার সময় ফের বাধা শুভেন্দু অধিকারীর। এটা কেন্দ্রের জল জীবন মিশন, নাম বদলানোর অভিযোগ বিজেপির।
'রাজ্যপালের বাজেট বক্তৃতায় কেন উল্লেখ নেই আর জি কর-কাণ্ডের?' নারী সুরক্ষা নিয়ে রাজ্যপালের ভাষণে একটি শব্দেরও উল্লেখ নেই: শুভেন্দু। 'রাজ্যপালের ভাষণে কেন অপরাজিতা বিলের উল্লেখ নেই। বাংলায় সরস্বতী পুজোর অপমান করা হয়েছে, এর প্রতিবাদ করেছে বিজেপি'। তৃণমূলের নেতা সরস্বতী পুজো বন্ধ করল, তারও কোথাও উল্লেখ নেই'।
আজ রাজ্য বিধানসভার অধিবেশন। বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। দলের রাশ তাঁরই হাতে, ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়
'তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন', বিধায়কদের ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ তৃণমূলনেত্রীর। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ মমতার। বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবেই কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত', নির্দেশ তৃণমূলনেত্রীর।
তৃণমূলে একের পর এক দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 'উদয়ন গুহ বারবার নানা কথা বলছেন, দলবিরোধী কথা বলে ক্ষমা চাইছেন অনেকে'। উদয়ন গুহর নাম করে বার্তা তৃণমূলনেত্রীর। এদেরকে বারবার ক্ষমা করা যায় না, পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা মমতার
জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও পরিষদীয় দলের বৈঠকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বালুকে অন্যায়ভাবে আড়াই বছর জেলে আটকে রাখা হয়েছি,কেউ ওর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি' রাজনৈতিক কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে অহেতুক আটকে রাখা হয়েছিল, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দু'দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব', তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আরও পড়ুন: Ranveer Allhabadia: 'আমি ক্ষমাপ্রার্থী, আশা করি মানুষ হিসেবে আপনারা আমায় ক্ষমা করবেন'
Pantha Chatterjee: 'অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা চূড়ান্ত হয়েছিল পার্থর বাড়ির অফিসেই!' যোগ্য-অযোগ্য মামলায় সুপ্রিম কোর্টে দাবি সিবিআইয়ের
'অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা চূড়ান্ত হয়েছিল পার্থর বাড়ির অফিসেই! তারপরে সেই তালিকা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসারদের কাছে। গোটা চক্রান্তের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নজরদারির দায়িত্বে ছিলেন সুবীরেশ, কল্যাণময়, অশোক সাহারা', যোগ্য-অযোগ্য মামলায় সুপ্রিম কোর্টে দাবি সিবিআইয়ের
Bolpur Update: বোলপুরে ফ্ল্যাটে বিধ্বংসী আগুন, ২জনের মৃত্যু
বোলপুরে ফ্ল্যাটে বিধ্বংসী আগুন, ২জনের মৃত্যু। বোলপুরের বাঁধগোড়ায় বহুতলের দোতলায় আগুন। ফ্ল্যাটে আগুন, ২জনের মৃত্যু, ২ শিশু-সহ ৫জন আহত। মিটার বক্সে আগুন, ছড়িয়ে পড়ে পাশে থাকা বাইকে






















