Weather Update: আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত, নিম্নচাপ সরে গিয়ে কি ফের বাড়বে তাপমাত্রা?
Weather Alert: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দুর্বল হয়ে সরে গেছে ঝাড়খণ্ড এর দিকে।

কলকাতা: ফের আবহাওয়ার (Weather) ভোল বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের চোখ রাঙানি সরিয়ে আজ থেকেই ফের বাড়বে তাপমাত্রা, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি (Rain)। বরং ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দুর্বল হয়ে সরে গেছে ঝাড়খণ্ড এর দিকে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলেও জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে দক্ষিণবঙ্গে। আর্দ্রতা থাকবে ৯০ শতাংশের কোঠায়। ফলে বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আজ থেকে শনিবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় কেমন থাকবে আবহাওয়া?
আংশিক মেঘলা আকাশ। হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাস্পের জেরে বেলা বাড়লেই ঘর্মাক্ত অস্বস্তি। পরশু রাতের টানা বৃষ্টির হাত ধরে কাল শহরে দিনের তাপমাত্রা ৩৪ দশমিক ২ থেকে একধাক্কায় কমে ২৯ দশমিক ৫ ডিগ্রি হয়ে গেছিল। আজ থেকে ফের তা বাড়বে। ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা। কাল রাতের তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি। অর্থাৎ কাল দিন ও রাতের তাপমাত্রায় ফারাক ছিল মাত্র ৩ ডিগ্রির। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমে মাত্র ২ মিলিমিটার।
আরও পড়ুন, অভিষেক-ঘোষিত কর্মসূচিতে নিষেধাজ্ঞা, রাজ্যজুড়ে বিক্ষোভের দিন বদলাল তৃণমূল
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে।হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।





















