Weather Forecast: রথের দিনে তুমুল বৃষ্টির আশঙ্কা? প্রবল দুর্যোগ-হলুদ সতর্কতা জারি এই জেলাগুলিতে
Rath Yatra Weather Alert: কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী সতর্কতা জারি রয়েছে।

কলকাতা: এখনই কমছে না বৃষ্টি-দুর্যোগ। তবে কি রথের দিন অর্থাৎ শুক্রবারও প্রবল বর্ষণে ভাসবে এই জেলাগুলি? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। দক্ষিণবঙ্গে উপকূলের ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, হালকা ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে। এর পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুক্রবার বেশি থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
Special Bulletin-1
— IMD Kolkata (@ImdKolkata) June 25, 2025
Likely formation of a Low Pressure System over northwest Bay of Bengal and adjoining north Odisha-west Bengal coasts. pic.twitter.com/GN2FqvHLG5
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা।
রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
এদিকে কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে। শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।






















