School Reopen : গরমের ছুটি কাটিয়ে ৫ জুন রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল
Heatwave : রাজ্যে তীব্র দাবদাহের কারণে এগিয়ে আনা হয়েছিল স্কুলের ছুটি। গত ২ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল (Schools Reopen)। ৫ জুন রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন খুলছে প্রাথমিক স্কুল, বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। গরমের জন্য ২ মে থেকে ছুটিতে রাজ্য সরকারি স্কুল (Government School)। মাঝে ৩৪ দিনের গরমের ছুটি শেষের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, আগামী ৫ জুন থেকে খুলতে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। আর প্রাথমিকের স্কুল খুলতে হবে ৭ জুন থেকে। প্রসঙ্গত, মে মাসের শেষ থেকে সাধারণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে, কিন্তু এবারে রাজ্যে তীব্র দাবদাহের কারণে এগিয়ে আনা হয়েছিল স্কুলের ছুটি। গত ২ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক ইন্টারভিউতে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার। তীব্র তাপপ্রবাহের মাঝে স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই যে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সরকারি-বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলেছি। সরকার-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়কেও ছুটি ঘোষণা করতে বলেছি। হিটস্ট্রোকে মানুষ যাতে বিপদে না পড়ে দেখতে হবে।' তাঁর বক্তব্যের রেশ ধরেই স্কুলের ছুটি এগিয়ে এসেছিল। সেই ছুটিপর্ব এবার শেষ হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই রাজ্যজুড়ে স্কুল খুলে যাচ্ছে।
আরও পড়ুন- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যদিও জুন মাসের দোরগোড়াতে দাঁড়িয়েও এখনও আবহাওয়াজনিত স্বস্তির খবর মিলছে না। রাজ্যে ফের তাপপ্রবাহের (HeatWave) সতর্কতা রয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কতা। মুর্শিদাবাদ-নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা। মালদা-দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা