Panchayat Elections: পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের
West Bengal Government : সূত্রের খবর, বর্তমানে পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা পড়ে রয়েছে।
হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে গ্রামীণ এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে জোর দিল রাজ্য সরকার (West Bengl Government)। নবান্ন সূত্রে খবর, জুন মাসের মধ্যে পঞ্চদশ কমিশনের পড়ে থাকা টাকা খরচ করে ফেলার জন্য সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্নর (Nabanna) নির্দেশে বলা হয়েছে, মূলত পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি, পানীয় জলের সংযোগ দেওয়া, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ, ১০০ দিনের কাজ, পঞ্চায়েত উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে হবে। গ্রামীণ অঞ্চলে স্কিল লেবারদের কর্মসংস্থান তৈরিতেও এই টাকা খরচ করা যাবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বর্তমানে পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা পড়ে রয়েছে।
রাজ্যে দুয়ারে পঞ্চায়েত ভোট। কিন্তু গ্রাম বাংলার নির্বাচন ঠিক কবে হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা এখনও নেই। প্রথমে মে মাসের শেষের দিকে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের প্রাথমিক ভাবনা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। বিভিন্ন সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে জুলাই মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, নবজোয়ার যাত্রা শেষ হলেও রাজ্যে আয়োজিত হবে পঞ্চায়েত নির্বাচন। যদিও সরকারিস্তর থেকে এখনও কোনও সবুজ সংকেত এখনও মেলেনি। কোনও নিশ্চিত তথ্য এখনও জানায়নি রাজ্য নির্বাচন কমিশনও। যদিও পঞ্চায়েত ভোটের দামামা বাজতে যে খুব বেশি দেরি নেই, সেই ইঙ্গিত স্পষ্ট। এর মাঝেই রাজ্য সরকারের বিভিন্ন গ্রামন্নোয়ন প্রকল্প বাস্তবায়নের কাজে জোর দেওয়ার নির্দেশও সেদিকেই নির্দেশ করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্যে সরকারের গ্রামীণ এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ বরাদ্দ হওয়া অর্থের বিষয়টাও সামনে এসেছে। পড়ে থাকা পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার কতটা আগামী কয়েকমাসের মধ্যে কাজে লাগানো যাবে, সে নিয়েও তৈরি হয়েছে কৌতুহল।
আরও পড়ুন- এগরায় ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ
প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪টি । পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া - ৭২ হাজার ৮৩০। এদিকে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন আয়োজনের প্রসঙ্গে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। ২০১৮ পঞ্চায়েতে রাজ্য পুলিশ দিয়ে আয়োজনের সময় মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা লাগামহীন হিংসার সাক্ষী হতে হয়েছিল রাজ্যকে।
আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?