SIR : খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কী করে জানবেন? নাম যদি না থাকে, তাহলে কী করবেন?
আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও জেনে নিতে পারেন, আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা।

- খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কী করে জানবেন?
নির্বাচন কমিশনের উত্তর : voters.eci.gov.in এবং wbceo.wb.gov.in ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। এছাড়া BLO-র কাছ থেকেও আপনি জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও জেনে নিতে পারেন, আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। - খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে, তাহলে কী করবেন?
ফর্ম ৬-এর অ্য়ানেক্সার ৪ ফিলআপ করে জমা দিতে হবে। - ১৭ই ডিসেম্বর থেকে শুনানি শুরু। কাদের শুনানিতে ডাকা হবে?
২০০২-এর সঙ্গে ২০২৫-এর ম্য়াপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে, তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে। - শুনানিতে কীভাবে ডাকা হবে? ফোন করে? SMS-এ নোটিফিকেশন পাঠিয়ে? নাকি স্পিড পোস্টে নোটিস পাঠিয়ে?
নির্বাচন কমিশনের উত্তর, BLO বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিস পৌঁছে দেবেন। - এনুমারেশন ফর্মের নীচে ২০০২-এর অংশ যারা পূরণ করতে পারেনি, তারা সবাই কি শুনানিতে ডাক পাবেন?
নির্বাচন কমিশনের উত্তর, 'হ্য়াঁ, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। ' -
আধার কার্ড ছাড়া এগারোটা নথি কী কী, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে?
নির্বাচন কমিশনের উত্তর -
* কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।* ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
* বার্থ সার্টিফিকেট
* পাসপোর্ট
* মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট
* রাজ্য সরকারের অধীনস্থ কোনও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট
* ফরেস্ট রাইট সার্টিফিকেট
* জাতিগত সার্টিফিকেট
* জাতীয় নাগরিকপঞ্জী (শুধু অসমের ক্ষেত্রে)
* স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্য়ামিলি রেজিস্টার
* সরকারের দেওয়া ল্য়ান্ড অথবা হাউস অ্য়ালটমেন্ট সার্টিফিকেট






















