West Bengal SIR : SIR-শুনানিতে এবার ডাক পেলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি, কী কারণ?
আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে।

কলকাতা : একদিকে SIR নিয়ে বাগযুদ্ধ চরমে। অন্যদিকে , SIR-এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানির ছবি। এসআইআর ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর ফর্ম ফিল আপের পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তারপর কমিশন শুনানিতে ডেকে পাঠাচ্ছে বহু মানুষকে। এই হিয়ারিং-হয়রানির অভিযোগেই কার্যত প্রতিবাদে ফুটছে রাজ্য। দিকে চলছে অবরোধ, প্রতিবাদ, জ্বলছে আগুন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিনই বহু নামি-দামী ব্যক্তিত্বর ডাক পড়ছে এসআইআর শুনানিতে। আর এই নিয়ে চড়েছে তর্জার পারদ। চড়েছে রাজনৈতিক আক্রমণ। এই আবহেই এবার SIR-শুনানিতে ডাক পেলেন আইআসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি আছে । এখন নৌশাদ কী করেন, সেটাই দেখার।
শুনানিতে ডাক পেয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতাও
এদিনই আবার এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন, SIR-শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে। আগামীকাল বিদ্যাভারতী স্কুলে শুনানিতে ডাকা হয়েছে আশুতোষকে। তিনি রাসবিহারী কেন্দ্রের ভোটার। আশুতোষ চট্টোপাধ্যায় ২০১৬ ও ২০২১-এ ওই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েছিলেন। কী কারণে তিনি ডাক পেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের প্রতিমন্ত্রীকেও তলব
শুনানির নোটিস পেয়েছেন এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়কের কাছে শুনানির নোটিস পৌঁছনোর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রী তাজমুল হোসেন সরাসরি বিজেপির বিরুদ্ধে হয়রানি-চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন। বিধায়কের বাবার নামে গরমিল আছে, শুনানিতে তাই ডাকা হয়েছে বিধায়ককে বলে, খবর নির্বাচন কমিশন সূত্রে ।
আর কোন কোন সেলিব্রিটি ডাক পেয়েছেন?
SIR-শুনানিতে ডাক পাচ্ছেন বহু সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্করা। উদ্বেগে অনেকেই। এছাড়া কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌ সেনা প্রধান থেকে নেতা-অভিনেতা, SIR-এর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই! এর মধ্য়ে এবার নথি যাচাইয়ে ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও। ডাক পেয়েছিলেন অভিনেতা দেবও। শুনানির নোটিশ পান কবি জয় গোস্বামীও।
SIR পর্ব শেষ হতে আর মাত্র কয়েক দিন। কিন্তু এর শেষ লগ্নে এসে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় তারই প্রতিফলন।






















