Dengue : তৃণমূল সাংসদের বাড়িতে ডেঙ্গির হানা, আক্রান্ত হয়ে নার্সিংহোমে অপরূপা পোদ্দারের স্বামী-কন্যা
Aparupa Poddar : স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে এখনও অবধি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। সূত্রের দাবি, রাজ্যে এখনও অবধি ৭২ জন ডেঙ্গি আক্রান্ত প্রাণ হারিয়েছেন।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি। কলকাতা থেকে দার্জিলিং, ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। কার্যত প্রতিদিন যাচ্ছে প্রাণও। উদ্বেগের এই প্রেক্ষাপটে এবার খোদ তৃণমূল সাংসদের (TMC MP) ঘরে ডেঙ্গির হানা।
আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। দু’জনেই শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি। তবে স্বস্তির খবর, তৃণমূল সাংসদের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও তিনিও অসুস্থ। প্রসঙ্গত, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সম্প্রতি হায়দরাবাদ থেকে ঘুরে আসার পর, তাঁর স্বামী ও ২ বছরের মেয়ের ডেঙ্গি ধরা পড়ে। যার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করান। ঠিক কীভাবে ডেঙ্গি আক্রান্ত হলেন তাঁরা, তা এখনও পরিষ্কার নয়।
আক্রান্ত প্রায় ৫০ হাজার!
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে এখনও অবধি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। সূত্রের দাবি, রাজ্যে এখনও অবধি ৭২ জন ডেঙ্গি আক্রান্ত প্রাণ হারিয়েছেন। যদিও বিরোধীদের দাবি, সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি! চিকিৎসকদের ওপর চাপ দিয়ে, ডেঙ্গিতে মৃত্যু না লিখতে বাধ্য করা হচ্ছে। আর এমনটা করে আরও বেশি করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার।
সবমিলিয়ে প্রশ্ন একটাই, রাজ্যে এ পর্যন্ত ঠিক কতজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে? আক্রান্তই বা কত? কেন্দ্রের ওয়েবসাইট বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯।
রাজ্যের ডেঙ্গি চিত্র
পুর এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। এর মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১ হাজার ১২৮। এরপরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬।
কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৬। জলপাইগুড়ির মাল ব্লকে একসপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪৭ জন। দার্জিলিং-এর মাটিগাড়া ব্লকে আক্রান্তের সংখ্যা ৪৩।
আরও পড়ুন- 'এমন একটা আবহাওয়া থাকি, যেখানে ডেঙ্গি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি', মন্তব্য ফিরহাদের