West Bengal Omicron Test : ওমিক্রন হয়েছে কি না জানতে, রাজ্যে বিশেষ RT-PCR পরীক্ষা S-জিন মিসিং
West Bengal Omicron Test : লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলেছে নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।
কলকাতা : ওমিক্রন (omicron) হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট।
- নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
- কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
- নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR।
এই মুহূর্তে রাজ্যে ওমিক্রন আক্রান্ত ২। লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলেছে নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।
পাশাপাশি, বড়দিনের উত্সবের আগে রাজ্যবাসীকে সতর্ক করে অ্যাডভাইসরি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মাস্ক পরা, ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ, শারীরিক দূরত্ব ও বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও বড় ধরনের জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন ;
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল, কিন্তু তারই মধ্যে আশার বার্তা
বিদেশ ফেরত বিমানযাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে, যে সব বিদেশফেরত যাত্রীদের RTPCR টেস্ট পজিটিভ আসবে, তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে দেওয়া হবে না। একেবারে পৃথকভাবে আইসোলেশন করতে হবে। সেই সকল করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে হবে। ওই রিপোর্ট নেগেটিভ এলেও, অন্যান্য করোনা আক্রান্তের মতো তাঁদের চিকিৎসা করতে হবে। এমনকী ওমিক্রন-সংক্রমণ বেশি ছড়িয়েছে, এমন দেশ থেকে গত ১৪ দিনে যাঁরা ফিরেছেন তাঁদেরও একইভাবে আইসোলেট করতে হবে।
দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। মহারাষ্ট্রে সর্বাধিক ৮৮ জন আক্রান্ত। এরপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৭। দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )