Omicron India Update : দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল, কিন্তু তারই মধ্যে আশার বার্তা
Omicron India Update : আগের ভ্যারিয়েন্টগুলির তুলনায় ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম। সমীক্ষায় ইঙ্গিত
নয়াদিল্লি : দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ( omicron)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮।
- মহারাষ্ট্রে সর্বাধিক ৮৮ জন আক্রান্ত।
- এরপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৭
অন্যদিকে দেশে করোনায় (coronavirus) দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, - গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫।
- গত ২৪ ঘণ্টায় দেশে (India) করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।
এই পরিস্থিতিতে, দেশবাসী যেন করোনাবিধি না ভুলে যান, সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আলোচনায় ছিলেন মন্ত্রিপরিষদ সচিব (Cabinet Secretary), প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ( Principal Scientific Advisor), ডিজি আইসিএমআর (DG ICMR), নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) (Member (Health) in Niti Aagyog), জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও (CEO of National Health Authority )এবং স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, আয়ুষ এবং নগরোন্নয়ন দফতরের সচিবরা।
অন্যদিকে, ইউকেএইচএসএ-র চিফ এক্সিকিউটিভ ড. জেনি হ্যারিস বলেছেন, আমাদের সাম্প্রতিক সমীক্ষায় উৎসাহব্যঞ্জক ইঙ্গিত মিলেছে, আগের ভ্যারিয়েন্টগুলির তুলনায় ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম। কিন্তু ব্রিটেনে সংক্রমণের হার বেশি হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে অনেক বেশি সংখ্যায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে হতে পারে।