West Bengal Top News : 'কালীঘাটের কাকু' গ্রেফতার, রাজনৈতিক মহলে কার কী প্রতিক্রিয়া ? এক নজরে Top News
নিয়োগ দুর্নীতিতে প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর, এবার ED-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু।
'কালীঘাটের কাকু' গ্রেফতার: নিয়োগ দুর্নীতিতে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি। প্রায় ১২ ঘণ্টা ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর, এবার ED-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। তাঁকে গ্রেফতার করে কি বিশেষ কোনও মাথার কাছে পৌঁছতে চাইছে ED?
অবশেষে গ্রেফতার 'কাকু' : কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি। সূত্রের দাবি, ম্য়ারাথন জিজ্ঞাসাবাদে বারবার উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে তিনি তথ্য় গোপনও করেন। এরপরই, গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে।
বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ : বায়রনে বিস্ফোরক চিরঞ্জিৎ। সাগরদিঘির বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক বারাসাতের তৃণমূল বিধায়ক।
তৃণমূলে চিরঞ্জিত 'অস্বস্তি' : দল ভাঙানোর নিন্দা তৃণমূলেরই অন্দরে। বিস্ফোরক বারাসাতের বিধায়ক। এতদিন কেন চুপ ছিলেন? কটাক্ষ শমীকের। তৃণমূল অভিধানে নীতি-নৈতিকতা নেই, আক্রমণে অধীর।
'বিশ্বাসঘাতক বায়রন' : ‘হাত’ ছেড়ে জোড়াফুলে বায়রন বিশ্বাস। এবার বায়রনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। '৩ মাস আগে জয়ী কংগ্রেস বিধায়ককে লোভ দেখিয়ে ভাঙিয়েছে তৃণমূল।' 'সাগরদিঘির ভোটারদের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা'। ট্যুইট এআইসিসি-র সাধারণ সম্পাদকের।
বাড়ল বায়রনের সুরক্ষা : ভোটে জেতার ৩ মাসের মধ্যেই দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতেই সুরক্ষা বাড়ল বায়রনের। এবার বাড়িতেও সবসময়ের জন্য থাকবে নিরাপত্তারক্ষী।
১ লক্ষেরও বেশি চাকরি-ঘোষণা : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বড় ঘোষণা সরকারের। ১ বছরের মধ্যেই রাজ্যে ১ লক্ষেরও বেশি সরকারি চাকরির ঘোষণা। ১ লক্ষ ২৫ হাজার সরকারি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা। বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা।
কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ : 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র। সকাল সাড়ে ১১টা থেকে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ। ৩টি সংস্থার সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মেলার দাবি ইডি সূত্রে। ৩টি কোম্পানির কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে, দাবি ইডি সূত্রে। কোম্পানির কর্মীদের বয়ান নেওয়ার পরই সুজয়কৃষ্ণকে তলব।
কমিশনার সংঘাত : সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম বাছাই নিয়ে মন্তব্য রাজ্যপালের। পছন্দ না হলে ফাইল ফেরত দিন। পাল্টা মুখ্যমন্ত্রী।
প্রতিবাদে বাইক র্যালি : কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ৯ কুড়মি নেতাকে।
'দমন পীড়ন নীতি ঠিক নয়' : কনভয় হামলায় গ্রেফতার ৯। কুড়মি নেতা, মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। 'দমন পীড়ন নীতি অবলম্বন করা ঠিক হবে না' 'জঙ্গলমহলে সকলের সঙ্গে আলোচনা করুন', বললেন পার্থ।
৫ দিন সময় : গঙ্গায় পদক বিসর্জন দিতে হরিদ্বারে সাক্ষী, ভিনেশ, বজরং পুনিয়ারা। সেখানে হাজির কৃষকনেতা নরেশ টিকাইত। কুস্তিগিরদের কাছ থেকে পদকগুলি নিয়ে রাখলেন নিজের কাছে। যৌন নির্যাতনে অভিযুক্ত কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ দিন সময় দিলেন সরকারকে।