Malaria : ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ, সামনে এল আরও আতঙ্কের খবর
ডেঙ্গির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া।কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।চারিত্রিক পরিবর্তন হচ্ছে ম্যালেরিয়ার মশার ।
সন্দীপ সরকার, কলকাতা : ডেঙ্গির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ।
- চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৩৯ জন।
- দ্বিতীয়তে ছত্তীসগঢ়, এখনও পর্যন্ত ২৪ হাজার ১২৩ জন ম্য়ালেরিয়ায় আক্রান্ত।
- ২০ হাজার ৭১৩ জন ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয়তে ওড়িশা ।
একদিকে ডেঙ্গি-বাহক এডিস, অন্যদিকে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস। দুই মশার দংশন থেকে বাঁচতে আপাতত মশারির রক্ষাকবচের ওপরেই বেশি করে জোর দিচ্ছেন চিকিৎসকরা।
অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে বেশি পরিমানে জন্মাচ্ছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। উদ্বেগ, কলকাতা শহরে। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। পতঙ্গবিদ, অধ্যাপক-গবেষকদের দাবি, বর্তমান আবহাওয়ায় দেখা যাচ্ছে, ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে । বেশি পরিমানে জন্মাচ্ছে, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা।
আরও পড়ুন :
রক্তাল্পতায় ভুগছেন, পাতে এই খাবারগুলো থাকলেই কেল্লাফতে
মশাদের চারিত্রিক পরিবর্তন
মশাদের আরও একটি চারিত্রিক পরিবর্তন বিশেষজ্ঞদের নজরে এসেছে। এতদিন নোংরা জমা জলে বংশ বিস্তার করত অ্যানোফিলিস মশা। এখন দেখা যাচ্ছে, পরিষ্কার জমা জলেও ডিম পাড়ছে ম্যালেরিয়ার জীবাণু বাহক মশা। অ্যানোফিলিস মশার সংখ্যা বৃদ্ধির ফলে, বর্তমানে, ডেঙ্গি আক্রান্তের থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
ডেঙ্গির প্রকোপও চলছে
শীত এলেও কমছে না মশাবাহিত রোগের দাপট! কলকাতায় পরপর দু'দিন ২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে নতুন করে বাড়ল উদ্বেগ। শনিবার বেলেঘাটা আইডিতে মৃত্যু হয় বেলেঘাটার বাসিন্দা এক ডেঙ্গি আক্রান্তের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, রবিবার রাজারহাট-গোপালপুর এলাকার আরও এক বাসিন্দার মৃত্য়ু হয়। দু'জনেরই ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে ১ ডিসেম্বর বেলেঘাটা আইডিতে ভর্তি হন ৫২ বছরের বিন্দুদেবী দাস। শনিবার গভীর রাতে হাসপাতালেই মৃত্যু হয় বেলেঘাটার রাজা রাজেন্দ্র লাল মিত্র রোডের ওই বাসিন্দার। অন্যদিকে, গত ৪ ডিসেম্বর থেকে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন রাজারহাট-গোপালপুরের বাসিন্দা কমলা বসাক (৬২)। রবিবার গভীর রাতে মৃত্যু হয় ওই ডেঙ্গি আক্রান্তর।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )