Winter Weather Update : হুড়মুড়িয়ে নামল পারদ! শহরে আজ কনকনে শীত, কত হল তাপমাত্রা?
শীতের মরসুমে পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আবহাওয়া থাকবে মনোরম। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রথমবার ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নামল কলকাতার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। সবে ডিসেম্বর। এখনও শীতের লম্বা ইনিংস বাকি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
অবশেষে অবাধে বইছে পশ্চিমের শীতল হাওয়া। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতা শহরে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। প্রত্যাশা মতো তাপমাত্রা অনেকটাই নেমেছে কলকাতা সহ অন্যান্য জেলায়। আরো সামান্য কমতে পারে আগামী কয়েকদিনে। শনি ও রবিবার রাতের দিকে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। শহরে শীতের আমেজ থাকবে। সেই সঙ্গে কনকনে শীতের অনুভূতি বজায় থাকবে জেলায় জেলায়।
সকালে কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি কুয়াশার থাকতে পারে। তবে বেলা বাড়লে রোদ ঝলমলে শীতের আনন্দ উপভোগ করতে পারবে পশ্চিমবঙ্গবাসী। তাপমাত্রা কমের দিকে থাকলেও, ওঠা নামা চলবে দিনভর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকবে ভোরের দিকে। দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোনও জেলাতেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
শীতের মরসুমে পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আবহাওয়া থাকবে মনোরম। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকছে। পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকবে, তাই কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে যেতে পারে পর্যটকদের। গত সপ্তাহে পরপর কয়েকদিন ধরে দার্জিলিং ও কালিম্পং থেকে কাঞ্চন-দর্শন হয়েছে ভালভাবেই। শৈলশহরে তাপমাত্রা ইতিমধ্যেই ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মালদায় তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
নূন্যতম তাপমাত্রা ও কুয়াশার পূর্বাভাসসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা / Minimum Temperature & Fog Forecast along with Weather Forecast & Warning for West Bengal pic.twitter.com/w1TtGSbUMz
— IMD Kolkata (@ImdKolkata) December 5, 2025






















