West Bengal Weather : শিয়রে নিম্নচাপ, বাড়বে শক্তি, সপ্তাহান্তে তুমুল ঝড়ঝঞ্ঝায় নাকাল হবে বঙ্গবাসী?
Weather Update : আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে।
কলকাতা : শ্রাবণের শেষ বেলায় তুমুল দুর্যোগের সংকেত জেলায় জেলায়। একদিকে বিক্ষোভের আঁচে ফুটছে বাংলা। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ভাসতে পারে বাংলা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণ বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল। তার জেরে শুক্রবার ( ১৬ অগাস্ট ) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে । আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তা আরও শক্তিশালী হবে। তারপর তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড থেকে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
১৭ অগাস্ট পর্যন্ত বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায়, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় হতে পারে বৃষ্টি। ১৬ অগাস্ট কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় তুমুল বৃষ্টি হতে পারে। হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে । উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেমি। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাও ভিজবে। আগামীকাল ও পরশু , ১৭ ও ১৮ অগাস্টপশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । এক বা দুই জায়গায় বজ্রঝড় সহ বজ্রপাত হতে পারে। ১৬ অগাস্ট জলপাইগুড়ি এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
একনজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
সূত্র - https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
16-Aug | 26.0 | 30.0 | Generally cloudy sky with Heavy rain | |
17-Aug | 26.0 | 30.0 | Generally cloudy sky with Heavy rain | |
18-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
19-Aug | 28.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
20-Aug | 28.0 | 33.0 | NA | |
21-Aug | 28.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
22-Aug | 28.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন