Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বর্ষা?
Monsoon in Bengal: সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্য়েই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। আবহাওয়াবিদেরা তেমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন।
কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। প্রবল গরমে (Summer) পুড়তে থাকা দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্য়েই দক্ষিণবঙ্গে (South Bengal) ঢুকতে পারে বর্ষা। আবহাওয়াবিদেরা তেমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন।
দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু।
উত্তরবঙ্গে প্রবল বর্ষা:
আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা (Monsoon)। সবকটি জেলায় হয়ে চলেছে বৃষ্টি। এখন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি:
- আলিপুরদুয়ার
- কোচবিহার
- জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
- পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি
উত্তরবঙ্গের পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমেও। এদিনই সিকিমে (Sikim) ধস নামার ঘটনা ঘটেছে। বুধবার সিকিমের রংপো-সিংটাম রোডে নেমেছে ধস। যদিও ওই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। এ দিন সকালে উত্তর সিকিমের রংপো-সিংটাম রোডে বেশ কয়েকটি জায়গায় ধস নেমে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই প্রবল গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। পূর্ব নির্ধারিত সময় মেনেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে এসে পৌঁছচ্ছিল না। ফলে উত্তরবঙ্গে যেখানে বৃষ্টির কারণে পরিবেশ অনেকটাই ঠান্ডা। সেখানে দক্ষিণবঙ্গে গরমে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ নাগরিকরা। ফলে বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন সকলে। এবার সেই অপেক্ষার অবসান হবে কি? উত্তর মিলবে আর কদিনেই।