Weather Today: জেলায় জেলায় জাঁকিয়ে শীত, একলাফে পারদ পতন, কতদিন আমেজ থাকবে?
Weather Alert: সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা: জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।
পূর্বাভাস অনুযায়ী কলকাতার পারদ নেমে এল ১৪ এর ঘরে। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশে। আজ থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। উত্তর-পশ্চিম ভারতে দশ ডিগ্রির নিচে পারদ।
উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে। অবাধ উত্তুরে হাওয়ার পারদ নামল। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু'দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে।
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে আজ জমিয়ে শীতের আমেজ কলকাতায়। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ভোরের তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম। আজ দিনভর উত্তরে হিমেল হাওয়া অবাধে বইবে শহরে।
আরও পড়ুন, তুষারপাত-বৃষ্টিতে কাঁপছে শৈলশহর, উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা?
উত্তরবঙ্গে শীতল বৃষ্টি। তাপমাত্রা নামল গোটা রাজ্যে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। কলকাতায় ১৫ ডিগ্রির নিচে পারদ। জেলায় জেলায় শীতের স্পেল। ১০ ডিগ্রির নিচে নেমে গেল পশ্চিমের জেলার তাপমাত্রা।শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশে। আজ থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। উত্তর-পশ্চিম ভারতে দশ ডিগ্রির নিচে পারদ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে