North Bengal Weather: তুষারপাত-বৃষ্টিতে কাঁপছে শৈলশহর, উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা?
North Bengal Weather Update: তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে
কলকাতা : সামান্য বাড়ল তাপমাত্রা (Temperature)। যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ বজায় থাকবে। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
আরও পড়ুন : শনি-গণেশ সিদ্ধিযোগ, শনিবারেই শুভ সময়ে পুজো করলে
জেলা | আবহাওয়ার হাইলাইট |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 53% বাতাস: 5 কিমি/ঘন্টা |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 60% বাতাস: 3 কিমি/ঘন্টা |
কালিম্পং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 48% বাতাস: 5 কিমি/ঘন্টা |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 65% বাতাস: 5 কিমি/ঘন্টা |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 65% বাতাস: 5 কিমি/ঘন্টা |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 59% বাতাস: 6 কিমি/ঘন্টা |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 67% বাতাস: 6 কিমি/ঘন্টা |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 60% বাতাস: 8 কিমি/ঘন্টা |
আবহাওয়া দফতর জানিয়েছে, বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত শীতের আমেজ জমিয়ে উপভোগ করতেন পারবেন বঙ্গবাসী। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।