West Bengal Weather Update: আগামী সপ্তাহজুড়ে বৃষ্টি বাংলার কোন কোন জেলায়? শনি-রবি কেমন কাটবে?
West Bengal Rain Update: ভরা বর্ষা চলছে। আগামী ২ সপ্তাহের জন্য একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি?
কলকাতা: রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে। কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
IMD-এর তরফে X হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে। তাতে ২৩ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই সময়ে সারা জেলাজুড়েই হালকা থেকে মাঝারি Widespread বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মূলত ২৩ অগাস্ট থেকে ২৯ অগাস্ট। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে মোটের উপর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্য়দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে তুলনায় কম।
প্রথম সপ্তাহের প্রথমদিকে দক্ষিণবঙ্গের নানা জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে তুমুল ভারী বৃষ্টি হতে পারে।
২৪ অগাস্ট:
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গেই বিচ্ছিন্ন ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
২৫ অগাস্ট:
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। রয়েছে বৃষ্টির সতর্কতাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রইল না SIT-এর কোনও গ্রহণযোগ্যতা ! RG করের যাবতীয় দুর্নীতির তদন্তভার পেল CBI