Weather Update : কাল থেকে রোদ উঠলেও সপ্তাহশেষে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, কবে-কোথায় জানাল আবহাওয়া দফতর
Weather Update 27 February : ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে ( North Bey Of Bengal ) তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত ( Cyclone ) । এর জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায় ( District News ) । জানা যাচ্ছে, অসমের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে ।
শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উপকূলের ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। উল্টে শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
জেলায় জেলায় বৃষ্টির ইঙ্গিত
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ভিজবে সমান তালে ?
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
27-Feb | 21.0 | 30.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
28-Feb | 21.0 | 30.0 | Mainly Clear sky | |
29-Feb | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
01-Mar | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
02-Mar | 22.0 | 31.0 | Partly cloudy sky | |
03-Mar | 22.0 | 31.0 | Partly cloudy sky | |
04-Mar | 22.0 | 31.0 | Partly cloudy sky |
মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে খবর -
- আজও ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
- পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
- আজ বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে
- বুধবার থেকে বাড়বে তাপমাত্রা
- কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম
- মঙ্গলবার সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আরও পড়ুন :সন্দেশখালি যাওয়ার পথে 'পুলিশি বাধা', গ্রেফতার নৌশাদ সিদ্দিকি