West Bengal Weather Today : বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, চড়ছে পারদ, মার্চেই কোথায় পৌঁছবে কলকাতার গরম ?
Kolkata Weather News : গরম ক্রমশ বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বসন্তের কোকিল-ডাক আছে। আছে রুদ্রপলাশের নয়ন ভোলানো রূপ। সকালে শিরশিরে হাওয়া এখনও ঋতুরাজের ( Spring ) উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে। তবে রাজ্যে উষ্ণ আবহাওয়াই ( West Bengal Kolkata Temperature ) বজায় থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের আশঙ্কা, মার্চের শেষে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ। দক্ষিণবঙ্গে বুধবার ঝড়-বৃষ্টি কিছুটা কম হবে। আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে দিনভর। বৃহস্পতিবার থেকে আগে বৃষ্টি কমার বার্তা দেওয়া হলেও, এখন আবহাওয়া দফতর মনে করছে এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
বৃহষ্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বাকি জেলাগুলিতেও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝড়ো হাওয়া।
শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে সপ্তাহশেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে টানা । একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।
কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম ক্রমশ বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। বৃহস্পতিবার থেকে বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।
আরও পড়ুন :