West Bengal Weather Update: আগামীকাল ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলোয়! স্পষ্ট পূর্বাভাস আবহাওয়া দফতরের
West Bengal Weather Forecast: আগামী কয়েকদিন বাংলায় কোথায় কোথায় বৃষ্টি? কী বলল আলিপুর আবহাওয়া দফতর
কলকাতা: শ্রাবণ মাস চলছে। এই সময়ে ভরা বর্ষায় থাকার কথা বাংলার। কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে কি? আগামী কয়েকদিন গোটা রাজ্যে বৃষ্টি কেমন হবে? কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর?
২৯ জুলাই, সারা বাংলার নানা জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টির তেমন পূর্বাভাস ছিল না। আগামীকাল অর্থাৎ ৩০ জুলাই কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
৩০ জুলাই সকাল সাড়ে আটটা থেকে ৩১ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
এই দিন উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদাতেও একই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেই অর্থে কোনও সতর্কবার্তা নেই।
বৃষ্টি ফিরবে:
৩১ জুলাই বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এবং লাগোয়া জেলাগুলিতে। এই দিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলোয় হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে এইদিনের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।
১ আগস্টেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এই দিন নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা জেলায় বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে।
Weather Warning for West Bengal dated 29-07-2024 pic.twitter.com/PzSZCIh3bK
— IMD Kolkata (@ImdKolkata) July 29, 2024
নিখোঁজ মৎস্যজীবী:
উত্তাল সমুদ্র, সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে পড়ে যান চার মৎস্যজীবী। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, একজন এখনও নিখোঁজ। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে মাছ ধরায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যেই শুক্রবার কুলতলি থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় মা অষ্টমী ট্রলার। কেঁদো দ্বীপের কাছে ঢেউয়ের ধাক্কায় চার মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?