West Bengal Weather Update : ৪৪ বছরে রেকর্ড গরম কলকাতায়, আজ কি আরও বড় লাফ ?
Kolkata Weather News : সকাল থেকেই চামড়ায় জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। লু বইছে শহরে। রোজ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে
ঝিলম করঞ্জাই, কলকাতা : রেকর্ড গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। এবার ৪৪ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তাপমাত্রার পারদ। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা। পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে। বরং, আজ থেকে দু থেকে তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
সারা বঙ্গেই তাপপ্রবাহের সর্তকতা থাকছে আগামী এক সপ্তাহ । কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী ২৬ এপ্রিল, দক্ষিণ চব্বিশ পরগণা, মেদিনীপুর পশ্চিম, মেদিনীপুর পূর্ব,পশ্চিম বর্ধমান, হাওড়া , হুগলি, এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে বৃহস্পতিবার থেকেই। এবং আজ, ২৬ তারিখে এই জেলাগুলোর সঙ্গে আর কয়েকটি জেলা যুক্ত হল, সেখানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সেই জেলাগুলো হল উত্তর চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম , বাঁকুড়া। এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪১.৬°। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন দিন ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
আজ কোথায় কোথায় তীব্র হবে গরমের কষ্ট ?
- শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।
- তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে।
- আলিপুরদুয়ার, কোচবিহারে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
শুক্রবারের আবহাওয়ার আপডেট
- মূলত পরিষ্কার আকাশ থাকবে। হিট ওয়েভ বা তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪১ ও সর্বনিম্ন ৩০ ডিগ্রির মধ্যে।
- শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৬(+৬), সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬(+৩)
- আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯২%, সর্বনিম্ন ২৪%।
- কোথাও বৃষ্টিপাত হয়নি।
আরও পড়ুন :
প্রবল দাবদাহে কেমন আছে পশুপাখিরা? বিশেষ ব্যবস্থা ঝাড়গ্রামের চিড়িয়াখানায়