West Bengal Weather: উত্তাল থাকবে সমুদ্র, শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল আবহাওয়া দফতর
West Bengal Rain: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে।

কলকাতা: প্রাক বর্ষার বৃষ্টি (Pre Monsoon Rain) শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা। দু-এক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা।
বর্ষা ঢুকছে
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিনদিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব স্লো মুভ করবে। এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে শুক্র বা শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারি থেকে অতি ভারি। বৃষ্টি কোথাও কোথাও চরম বৃষ্টিপাতের সতর্কতা।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল; নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। ফসলের ক্ষতির আশঙ্কা। একাধিক জেলায় ঝড়বৃষ্টির কমলা সর্তকবার্তা জারি।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাদের আজ রাতের মধ্যে ফিরে আসতে পরামর্শ আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার ও বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারি থেকে অতি ভারি বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারি বৃষ্টির সতর্কতা।
শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। অতি ভারি বৃষ্টির সতর্কতা কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।






















