Weather Update : কনকনে ঠান্ডা জারি, আগামী ২ দিনে আরও প্রবল শৈত্য? বড় আপডেট আবহাওয়া দফতরের
West Bengal Weather Update : সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সামান্য হলেও কমল শীতের কামড়ের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল, বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, কলকাতায় একদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল এক ডিগ্রির সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, এখনও তা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আরও কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে ন্যূনতম তাপমাত্রায় (রাত্রিকালীন তাপমাত্রা) উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী ২ দিনে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি পর্যন্ত সামান্য বৃদ্ধি হতে পারে। তার পরবর্তী ২ দিনে ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে ন্যূনতম তাপমাত্রায় (রাত্রিকালীন তাপমাত্রা) উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল কিছু স্থানে এবং তার পরবর্তী ৪ দিনে এক-দু'টি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
Daily Weather Update (07.01.2026) https://t.co/uEXebavFzO pic.twitter.com/QcHoWCGI7J
— IMD Kolkata (@ImdKolkata) January 7, 2026





















