Weather Update: ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
কলকাতা: গত ৪৮ ঘণ্টায় ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে কলকাতায়। এখন ৮০ শতাংশের উপরেই রয়েছে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা। বর্ষা বিদায় নিলেও তাপমাত্রার বড় পরিবর্তন হয়নি। তবে ছুটির দিনে ফের দুর্যোগের আশঙ্কার বার্তাই শুনিয়েছে হাওয়া অফিস। কারণ জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য আগামী ৫ দিনের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জন্য সেই অর্থে কোনও সতর্কবার্তা নেই।পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে। মূলত ২২ অক্টোবার থেকে ২৪ অক্টোবার দক্ষিণ ও উত্তর বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে প্রায় ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই আগামী ৫ দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে।
জোড়া নিম্নচাপের প্রভাব। আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বাংলাদেশের খুলনা থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলের মধ্যে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ডানা। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে কাতার।
আরও পড়ুন, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র, পদ্মের মুখ কোথায় কে ?
আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকালও কলকাতায় ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৩ শতাংশে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।