WB By Election 2024: ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র, পদ্মের মুখ কোথায় কে ?
WB Assembly By Election 2024 BJP Candidate List: ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। কোন কেন্দ্র থেকে কাকে টিকিট দিল শেষ অবধি গেরুয়া শিবির ?
কলকাতা: ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। সিতাই থেকে বিজেপি প্রার্থী হিসেবে এবার দাঁড়িয়েছেন দীপককুমার রায়
মাদারিহাট থেকে রাহুল লোহারকে বিজেপি প্রার্থী করা হয়েছে। নৈহাটি থেকে বিজেপির টিকিট পেয়েছেন রূপক মিত্র। হাড়োয়া থেকে গেরুয়া শিবিরের হয়ে ভোট যুদ্ধে প্রার্থী হিসেবে লড়বেন বিমল দাস। মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তালডাংরা থেকে পদ্মের মুখ করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তী। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, গণনা ২৩ নভেম্বর।
১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন
১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি,হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে।
প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা
সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য় প্রস্তাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তবে কমিশন সূত্রে খবর, শেষ অবধি বিধানসভা উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেই মতো চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা ২৩ নভেম্বর।
আরও পড়ুন, 'শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের, 'আগে প্রত্যাহার করতে হবে অনশন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।