Weather Update: আকাশে কোথাও নেই জমকালো মেঘ, সপ্তমীতে ফের বৃষ্টি নামবে কি ? জানাল আবহাওয়া দফতর
West Bengal Weather Update : সপ্তমীতে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় ! ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে ? কোন কোন জেলা সতর্কতার আওতায় ? জানাল আবহাওয়া দফতর

কলকাতা: অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আগেই করেছে হাওয়া অফিস। তবুও পঞ্চমী-ষষ্ঠীর সন্ধ্যায় ভিজতে হয়নি কলকাতায় আসা দর্শনার্থীদের। তবে আইএমডি সূত্রে খবর, আজ ও কাল কলকাতার জন্য হলুদ সতর্কতা না থাকলেও, রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শঙ্কা থাকছেই। কেমন যাবে কাল ? ছাতা মাথায় নিয়ে কি ঠাকুর দেখতে বেরোতে হবে ? সব দ্বন্দ্বের উত্তর দিল আইএমডি।
আরও পড়ুন, নেই বৃষ্টি, মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা ! ঘেমেনেয়ে লম্বা লাইনে দাঁড়িয়েও মুখে হাসি দর্শনার্থীদের
আইএমডি সূত্রে খবর, আজ থেকে আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ সকাল সাড়ে আটটা অবধি, যারা হলুদ সতর্কতার আওতায় থাকছে, তাঁরা হল, দক্ষিণবঙ্গের হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এবং কাল ২৯ তারিখ সকাল সাড়ে আটটা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা অবধি দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সেই সঙ্গে আগামী এই ৩২ ঘণ্টা ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ থেকে আগামীকালের মধ্যে সেই অর্থে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর ছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতার আওতায় কেউ নেই। তবে কাল ২৯ তারিখ সকাল সাড়ে আটটার পর, দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পঙে বজ্রবিদ্যুৎসহ বর্ষণের প্রবল আশঙ্কা থাকছে।
পিছু ছাড়ছে না নিম্নচাপ। অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এই ক’টাদিন চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকেই আকাশের মুখ ভার।দশমীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। গোটা পুজোতেই কি এবার ‘অসুর’ হতে চলেছে বৃষ্টি? নাকি বৃষ্টি ছাড়াই ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে? পরপর নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের আবহে, এটাই এখন একমাত্র প্রশ্ন। এই প্রেক্ষিতে পঞ্চমীতে আবহাওয়া দফতর সুস্পষ্ট আভাস দিল, পুজোয় আবহাওয়া কেমন থাকতে পারে।
সোমবার সপ্তমীতে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।মঙ্গলবার অষ্টমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও উত্তর আন্দামান সাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হবে।বুধবার নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার দশমীতে গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সেদিন উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। শুক্রবার একাদশীতেও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা।






















