WB Weather Update: আজ আপনার জেলায় কি বৃষ্টি হবে? নাকি চড়বে পারদ, বাড়বে তাপমাত্রা?
West Bengal Weather: আজ কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? কোথায় চড়বে পারদ, বাড়বে তাপমাত্রা
কলকাতা: চৈত্র চলছে। কখনও আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনও আবার কড়া রোদে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। বৃষ্টি হতে পারে কোথায়? তাপমাত্রা কোথায় পৌঁছবে। এসবই বিস্তারিত ভাবে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত।
বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের নানা জেলায় ছাড়া ছাড়া (isolated rainfall) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বীরভূম, নদিয়া ও বর্ধমান জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে Scattered rainfall বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস:
চৈত্র মাস চলছে। আর কদিন পরেই বৈশাখ মাস পড়বে। এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে হঠাৎ করে লাফ দিয়ে তাপমাত্রা বাড়বে না। আস্তে আস্তে রাজ্যের তাপমাত্রা বাড়বে। দিন দিন ১-২ ডিগ্রি করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।
পশ্চিমের জেলাগুলিতে কেমন তাপমাত্রা:
বৃহস্পতিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কদিনের মধ্যেই তা ৩৮ ডিগ্রি ছোঁবে। আসানসোলে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিষ্ণুপুরে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃহস্পতিবার মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুর ৩৭- ৩৮
ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে কলকাতাতেও:
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সেই তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরশুদিন তা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই মুহূ্র্তে রাজ্য়ে কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। কারণ এখন ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা যায়নি। দোলের দিন এই রাজ্যের বেশ কিছু জেলায় বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়াও বয়েছে। তার আগেও কয়েকদিন বৃষ্টি দেখেছে কিছু জেলা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২০০০-এর নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর! কী হবে ১ এপ্রিল?